চলন্ত ট্রেনে স্কার্ট পরে ক্যাটওয়াক করছেন এক পুরুষ
চলন্ত ট্রেনে দুলতে দুলতে স্কার্ট পরে ক্যাটওয়াক করছেন এক পুরুষ। ভারতের মুম্বাইতে লোকাল ট্রেনে চড়লে আপনি দেখতেই পারেন এমন দৃশ্য।
যিনি এই অদ্ভুত কাজটি করছেন, তাঁর নাম শিবম ভরদ্বাজ। ‘স্কার্টপরা ছেলে’ নামেও তিনি পরিচিত। শিবম একজন ফ্যাশন ব্লগার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ৩০ হাজারের বেশি।
ইনস্টাগ্রামে নিজের ভিডিও পোস্ট করে শিবম লিখেছেন, ‘এভাবে মুম্বাইয়ের সবচেয়ে জনবহুল মুম্বাই লোকাল ট্রেনে গিয়েছি।’ ইনস্টাগ্রামে নিয়মিত এ রকম ফ্যাশন রিল শেয়ার করেন শিবম।
ভিডিওতে শিবমকে কালো রঙের ঝোলানো একটি স্কার্ট পরে থাকতে দেখা গেছে। চোখে সানগ্লাস। মুম্বাইয়ের লোকাল ট্রেনে শিবম রীতিমতো মডেলের মতো ক্যাটওয়াক করছেন। চোখেমুখে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। কৌতূহলী যাত্রীরাও তাঁর দিকে তাকিয়ে আছেন।
শিবমের ভিডিওতে একজন মন্তব্যকারী লিখেছেন, ‘জনসমাগমস্থলে এ রকম পোশাক পরা পুরুষ দেখবেন না।’
ইনস্টাগ্রামে আসা বেশির ভাগ মন্তব্যই প্রশংসাসূচক। অনেকেই শিবমের আত্মবিশ্বাস ও স্টাইল ভাবনার প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ , ওহ, মডেলরা র্যাম্প গরম করছে। তবে এখানে দেখুন! ট্রেনে আগুন জ্বলছে! কেউ অগ্নিনির্বাপক বিভাগকে ফোন দিন...!’
আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার রানওয়েতে থাকা দরকার।’ আরেকজন লিখেছেন, ‘আপনি মেরে ফেলছেন...আপনার মডেলিংয়ে চেষ্টা করা উচিত। আমি ৫০ বারের বেশি দেখেছি।’
আরেকজনের মন্তব্য ছিল এমন, ‘আমি আপনাকে এক বছর ধরে দেখছি। আমি আপনার মধ্যে আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি। আমি আপনাকে দেখে খুবই খুশি।’
তবে শিবম কেবল প্রশংসাই পান না। তাঁকে অনেক সমালোচনাও সহ্য করতে হয়।
অনেকেই তাঁকে বিভিন্ন নামে ডাকেন। যখন এ ধরনের পোশাক পরাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন, তখন তাঁর বাবাও অসন্তুষ্ট ছিলেন। পরে অবশ্য তিনি বাবাকে বোঝাতে পেরেছিলেন।