খুনিকে চিৎকার করে বললেন, ‘গুলি চালাও’
ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯১৭ সালের ১৯ নভেম্বর জন্মগ্রহন করেন। জওহরলাল নেহরুর কন্যা ইন্দিরা ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি আপোষহীন দৃঢ় মানসিকতার জন্য 'লৌহমানবী' হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৪ সালে অপারেশন ব্লু স্টারের জেরে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন। ভারতের রাজনৈতিক ইতিহাসে ইন্দিরা গান্ধী এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবন ও কর্ম আজও আলোচনার বিষয়।