লোকসভা নির্বাচন: আগামীকাল পশ্চিমবঙ্গে ভোটের লড়াইয়ে তারকা প্রার্থীরা

রচনা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং (উপরে বাম থেকে) এবং দেবদূত ঘোষ, পার্থ ঘোষ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুর (নিচে বাম থেকে)
ছবি: সংগৃহীত

ভারতের চলমান লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল সোমবার। এই দফায় পশ্চিমবঙ্গের সাত আসনে ভোট হবে। রাজ্যের মোট ৪২ আসনের মধ্যে ইতিমধ্যে ১৮টিতে ভোট গ্রহণ হয়েছে। বাকি ২৪টির মধ্যে কাল অনুষ্ঠিত হবে ৭টিতে। বাকি ১৭ আসনে ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে ও ১ জুন।

সোমবার যে সাত আসনে ভোট হবে, সেই আসনগুলো হলো বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ।

এই সাত আসনে এবার বাঘা বাঘা সব প্রার্থী লড়ছেন। লড়াই হবে তিন অভিনেতা-অভিনেত্রী, দুই মন্ত্রী, দুই আইনজীবী, এক ক্রীড়াবিদ এবং এক দাপুটে নেতার মধ্যে। এক আসনে লড়াই হবে শ্বশুর ও জামাতার মধ্যে।

কালকের প্রার্থীরা হলেন তিন চিত্রতারকা রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, দেবদূত ঘোষ, দুই মন্ত্রী শান্তনু ঠাকুর ও পার্থ ঘোষ, শ্বশুর-জামাই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কবীর শঙ্কর বসু, এক ক্রীড়াবিদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং এক দাপুটে নেতা অর্জুন সিং। এই সব তারকা প্রার্থী এসেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং বাম-কংগ্রেস জোট থেকে।

কালকের নির্বাচনী এলাকাগুলোর মধ্যে হুগলি, বনগাঁ, শ্রীরামপুর ও বারাকপুর আকর্ষণের কেন্দ্রে রয়েছে। হুগলিতে লড়ছেন টেলিভিশনের ‘দিদি নম্বর ওয়ান’–এর জনপ্রিয় সঞ্চালক ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, আরেক চলচ্চিত্র তারকা এবং বিজেপির বিদায়ী সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায় এবং বাম-কংগ্রেস জোটের প্রার্থী মনোদীপ ঘোষ।

মতুয়া জনগোষ্ঠী অধ্যুষিত বনগাঁ আসনে লড়ছেন কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ও মতুয়া নেতা শান্তনু ঠাকুর, তৃণমূলের বিশ্বজিৎ দাস এবং কংগ্রেসের প্রদীপ বিশ্বাস।

বনগাঁ আসনের আরেকটি চমক হলো, এই আসনে এবার যাঁরা লড়ছেন তাঁদের মধ্যে তিনজন বিশ্বজিৎ দাস রয়েছেন। একজন তৃণমূলের ও অন্য দুজন স্বতন্ত্র। স্বতন্ত্র এক বিশ্বজিতের বাড়ি হরিণঘাটায়। অন্যজনের বাড়ি গাইঘাটায়। তৃণমূল দাবি করেছে, তাদের প্রার্থীকে বিভ্রান্ত করতে বিজেপি ‘বিশ্বজিৎ দাস’ নিয়ে খেলায় মেতেছে।

বারাকপুরে লড়ছেন রাজ্যের সেচমন্ত্রী ও তৃণমূল নেতা ও বিধায়ক পার্থ ভৌমিক, বিজেপির দাপুটে নেতা ও বর্তমানের সংসদ সদস্য অর্জুন সিং এবং চলচ্চিত্র ও টিভি তারকা দেবদূত ঘোষ। দেবদূত ঘোষ এখন টিভি সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়ায়’ অভিনয় করছেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তিনি লড়ছেন বাম-কংগ্রেস জোটের সিপিএমের প্রার্থী হয়ে।

হুগলির শ্রীরামপুর আসনে লড়ছেন সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন তাঁরই সাবেক জামাতা ও হাইকোর্টের আইনজীবী কবীর শঙ্কর বসু। এই আসনে সিপিএমের প্রার্থী হয়ে লড়ছেন যুবনেত্রী দীপ্সিতা ধর।

হাওড়া আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন সাবেক প্রখ্যাত ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ আসন থেকে এই নিয়ে তিনি তিনবার লড়ছেন। গত দুইবারে নির্বাচনে জয়ী হয়ে তিনি এখনো সংসদ সদস্য রয়েছেন। এই আসনে বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন চিকিৎসক রথীন চক্রবর্তী। আরও লড়ছেন বাম-কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়।

হুগলির আরামবাগ আসনে লড়ছেন তৃণমূলের মিতালি বাগ, বিজেপির অরূপ কান্তি দিগার ও সিপিএমের বিপ্লব মৈত্র।

হাওড়ার উলবেড়িয়া আসনে লড়ছেন তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও নেতা সুলতান আহমেদের সহধর্মিণী সাজদা আহমেদ, বিজেপির অরুণ উদয় পাল চৌধুরী এবং বাম-কংগ্রেস জোটের কংগ্রেস দলীয় প্রার্থী আজাহার মল্লিক। সাজদা আহমেদ বর্তমানে তৃণমূলের সংসদ সদস্য। এর আগে এই পদে ছিলেন প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব সুলতান আহমেদ। সুলতান আহমেদ ২০১৭ সালে মারা গেলে ওই আসনের শূন্যপদে উপনির্বাচনে সাজদা আহমেদ লড়ে সংসদ সদস্য হন। এরপর ২০১৯ সালের নির্বাচনেও তিনি জয়ী হয়ে সংসদ সদস্য হন। এখনো তিনি সেই পদে বহাল।

সব তারকা প্রার্থী হওয়ায় কালকে পশ্চিমবঙ্গের সাত আসনের লোকসভা নির্বাচন জমজমাট হবে বলে আশা করা হচ্ছে। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। বাড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সংখ্যা। জোরদার করা হচ্ছে স্পর্শকাতর ভোটকেন্দ্রে নিরাপত্তাব্যবস্থা।

ভারতে এবার লোকসভার নির্বাচন হচ্ছে সাত দফায়। এবার মোট আসন ৫৪৩টি। ইতিমধ্যে চার দফায় ৩৮০টি আসনে ভোট হয়ে গেছে। পঞ্চম দফার ভোট হচ্ছে আগামীকাল। শেষ দফার ভোট হবে আগামী ১ জুন। ফল বেরোবে ৪ জুন।