ভারতে প্রচণ্ড তাপপ্রবাহে নির্বাচন কর্মকর্তাসহ এক দিনে ৩৩ জনের মৃত্যু

ভারতে গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপপ্রবাহ বিরাজ করছেছবি: রয়টার্স ফাইল ছবি

ভারতের বিহার, উত্তর প্রদেশ এবং ওডিশা রাজ্যে গতকাল শুক্রবার প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। হিটস্ট্রোকে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তিদের মধ্যে লোকসভা নির্বাচনে দায়িত্ব পালনকারী কয়েকজন নির্বাচন কর্মকর্তাও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।

এসব অঞ্চলে আজ শনিবার পর্যন্ত প্রচণ্ড তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ভারতে গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপপ্রবাহ বিরাজ করছে। সম্প্রতি রাজধানী দিল্লির কিছু এলাকায় তা ৫২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ভারতের ইতিহাসে এযাবৎকালের সর্বোচ্চ।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আভাস দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে তাপমাত্রা কমে যাবে। ভারতের পূর্বাঞ্চলে তাপপ্রবাহ আরও দুদিন থাকতে পারে বলেও আভাস দিয়েছে তারা। ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকলে তাকে তাপপ্রবাহ বলে ঘোষণা করে আবহাওয়া দপ্তর।

ভারতে সাত দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ চূড়ান্ত দফার ভোটের আয়োজন করা হয়। গরমে অসুস্থ হয়ে প্রাণ হারানো মানুষের মধ্যে নির্বাচন কর্মীরাও আছেন। অনেক নির্বাচন কর্মীকে সারা দিনই দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয়। এমনকি তাঁদের বেশির ভাগ সময় বাইরে রোদের মধ্যে থাকতে হয়।

সরকারি কর্মকর্তারা বলেছেন, ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে গতকাল নিরাপত্তাকর্মীসহ কমপক্ষে ৯ জন নির্বাচন কর্মীর মৃত্যু হয়েছে।

তাঁরা অসুস্থ হওয়ার পর একটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। সেখানকার অধ্যক্ষ আর বি কামাল সাংবাদিকদের বলেন, ‘এখানে আনার সময় তাঁদের অনেক জ্বর ছিল। হিটস্ট্রোকের কারণে এমনটা হয়ে থাকতে পারে। নির্বাচনের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া অন্তত ২৩ জনকে এখন আমরা চিকিৎসা দিচ্ছি।’

এদিকে আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড গরমের মধ্যে ভারতের বিহার রাজ্যের অনেক জেলায় তিন দিনে ৮০ জনের মৃত্যু হয়েছে। তবে বেশির ভাগেরই মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।