ভারতের পাঞ্জাবে ‘স্ট্যাচু অব লিবার্টি’

পাঞ্জাবে নির্মাণাধীন বাড়ির ছাদে স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা
ছবি: ভিডিও থেকে

কেউ যদি স্ট্যাচু অব লিবার্টি দেখতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যেতে চান, তাহলে তিনি তাঁর ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে পারেন। তার বদলে তিনি যেতে পারেন ভারতের পাঞ্জাব রাজ্যে। এখানকার তার্ন তারান এলাকার মানুষ দারুণ একটি কাজ করেছেন। তাঁরা নির্মাণাধীন একটি ভবনের ওপরে বিশ্বের সপ্তম আশ্বর্যের অন্যতম স্ট্যাচু অব লিবার্টির প্রতিরূপ (রেপ্লিকা) নির্মাণ করেছেন।

এই রেপ্লিকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের ছাদে স্থানীয় মানুষ স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা স্থাপন করেছেন। ভিডিওতে পুরো ভবনটি দেখানো হয়। এতে নির্মাণাধীন ভবনের নিচে একটি ক্রেনও দেখা যায়।

অলোক জৈন নামের এক ব্যক্তি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেন। এতে তিনি লেখেন, ‘পাঞ্জাবের কোনো এক এলাকায় তৃতীয় স্ট্যাচু অব লিবার্টি স্থাপন করা হয়েছে।’

এরপরই ভিডিওতে অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মজার সব মন্তব্য করেন। ইতিমধ্যে ভিডিওটি ১ লাখ ২০ হাজারবার দেখা হয়েছে। প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটা নিশ্চয়ই একটি পানির ট্যাংক (আধার) হবে। আপনি পাঞ্জাবে উড়োজাহাজ, এসইউবি (স্পোর্টস ইউলিটি ভেহিক্যাল) গাড়িসহ নানা আকৃতির পানির ট্যাংক দেখতে পাবেন।’

আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, তাদের নায়াগ্রা জলপ্রপাত বানানো উচিত। যাতে তাদের এসব শিল্পকর্ম থেকে কানাডাও যেন বাদ না পড়ে।

আরেকজন মন্তব্য করেছেন, ‘স্ট্যাচু অব লিবার্টি দেখতে মানুষ এখন ওই বাড়ি ভ্রমণ করতে পারেন। যুক্তরাষ্ট্রে আর যাওয়ার দরকার নেই।’

গণমাধ্যমের খবর থেকে জানা যায়, পাঞ্জাবের বিভিন্ন বাড়ির ছাদে নানা ধরনের এমনকি প্রাণীর আকৃতির পানির ট্যাংকের ভিডিও এবং ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এসব বাড়িতে উড়োজাহাজ, দোকান, ক্যাঙারু থেকে ঘোড়ার আকৃতির পানির ট্যাংক দেখা গেছে।

পাঞ্জাবের প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাঁদের বিশ্বাস, সম্পদ, আগ্রহ, পেশা ইত্যাদি তুলে ধরতে প্রায়ই ফুটবল, ধর্মীয় কোনো প্রতীক, গাড়ি ইত্যাদির মতো করে পানির ট্যাংক বানিয়ে থাকেন।

আলোকচিত্রী রাজেশ বরা বলছিলেন, সাম্প্রতিক সময়ে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় উড়োজাহাজের আকৃতির পানির ট্যাংক দেখা যায়। বিদেশের মাটিতে পাঞ্জাবের মানুষ যে সফল এবং তাঁরা যে সম্পদশালী হয়ে উঠেছেন, সেটার জানান দিতে বাড়ির ছাদে এমন ট্যাংক বানানো হয়ে থাকতে পারে।