বলিউড তারকাদের ভুয়া ভিডিও, ভারতের নির্বাচনে এআইয়ের ব্যাপক ব্যবহার

নরেন্দ্র মোদির সমর্থকেরা মুখে তাঁর মুখোশ পরে প্রচারণায় অংশ নিয়েছেনফাইল ছবি: রয়টার্স

সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় দুই বলিউড তারকার ভুয়া ভিডিও অনলাইনে ছড়িয়েছে। এসব ভিডিওতে দেখা গেছে, ওই তারকারা ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদির সমালোচনা করছেন এবং চলমান লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেসের জন্য ভোট চাইছেন।

আমির খানের ভিডিওটি ৩০ সেকেন্ডের আর রণবীর সিংয়ের ভিডিওটি ৪১ সেকেন্ডের। ভুয়া ভিডিওগুলোতে আমির ও রণবীরের মুখ দিয়ে বলানো হয়েছে, মোদি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করতে পারেননি। প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়গুলো মোকাবিলায় তিনি ব্যর্থ হয়েছেন।

দুটি ভিডিও–ই এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি। দুটি ভিডিওর শেষেই কংগ্রেসের নির্বাচনী প্রতীক ভেসে উঠতে দেখা গেছে। সেখানে ভেসে ওঠা স্লোগানে লেখা, ‘ভোট ফর জাস্টিস, ভোট ফর কংগ্রেস’।

রয়টার্সের এক পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুটি ভিডিও পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে।

ভারতে গত শুক্রবার থেকে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এআই ব্যবহার করে তৈরি এ ধরনের ভিডিওগুলো এত ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে। ভারতে গত শুক্রবার সাত ধাপের লোকসভা নির্বাচনের প্রথম ধাপে গত শুক্রবার ভোট গ্রহণ শুরু হয়। আগামী জুন পর্যন্ত ধাপে ধাপে বাকি নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুধু ভারতই নয়, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে এআই দিয়ে তৈরি ভিডিওর ব্যবহার ক্রমাগত বাড়ছে।

ভারতে একসময় ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়া এবং জনসমাবেশ করাকেই নির্বাচনী প্রচারের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হতো। ২০১৯ সাল থেকে নির্বাচনী প্রচারের হাতিয়ার হিসেবে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের ব্যাপক ব্যবহার শুরু হয়। আর চলতি বছর প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহার করতে দেখা যাচ্ছে।

কংগ্রেসের মুখপাত্র সুজাতা পাল ১৭ এপ্রিল বলিউড তারকা রণবীর সিংয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। এক্সে তাঁর ১৬ হাজার অনুসারী আছেন। শনিবার বিকেল নাগাদ তাঁর পোস্টটি ৪ লাখ ৩৮ হাজার বার দেখা হয়েছে। ২ হাজার ৯০০ বার শেয়ার হয়েছে। আর লাইক পড়েছে ৮ হাজার ৭০০টি।

রয়টার্সকে টেলিফোনে সুজাতা পাল বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ভিডিওটিকে যে ‘বানোয়াট’ হিসেবে শনাক্ত করেছে, তা তিনি জানতেন। তবে তিনি তা সরাননি। এটি পোস্ট করার কারণ হলো ভিডিওতে যাকে দেখা যাচ্ছে, তা অবিকল রণবীর সিংয়ের মতো। এ ক্ষেত্রে সৃজনশীলতা কাজ করেছে।

এ ব্যাপারে কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক প্রধানের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি। এর কয়েক ঘণ্টা পর এক্সে পালের সে পোস্টটি আর দেখা যায়নি।

দুই অভিনেতাই বলেছেন, ভিডিওগুলো ভুয়া। ফেসবুক, এক্স এবং অন্তত আটটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটের তথ্য বলছে, ভিডিওগুলো ভুয়া। রয়টার্সের ডিজিটাল তথ্য যাচাইকারী দলও একই কথা বলেছে।

ভুয়া ভিডিওর প্রতীকী ছবি
ছবি: এএফপি

ভিডিওগুলো কে বা কারা তৈরি করেছে, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। দুই অভিনেতার মুখপাত্র বলেছেন, ভাইরাল ভুয়া ভিডিও নিয়ে আমির খান উদ্বিগ্ন। আর রণবীর সিংয়ের দল বিষয়টি খতিয়ে দেখছে। গত শুক্রবার এক এক্স পোস্টে রণবীর সিং লিখেছেন, ‘ভুয়া ভিডিওর ব্যাপারে সতর্ক থাকুন, বন্ধুরা।’

এ ব্যাপারে বক্তব্য জানতে মোদির কার্যালয় এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আইটি প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।

ভারতে প্রায় ৯০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। গবেষণা সংস্থা ইসিয়া সেন্টার এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিজনেস স্কুল পরিচালিত জরিপে দেখা গেছে, ভারতীয় নাগরিকেরা দিনে গড়ে তিন ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যয় করেন। দেশটিতে প্রায় ১০০ কোটি ভোটার আছেন।

ইতিমধ্যে ভিডিওগুলোর কয়েকটি সংস্করণ সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে। তবে শনিবারও এমন অন্তত ১৪টি ভিডিও এক্সে দেখা গেছে। রয়টার্সের পক্ষ থেকে জানানোর পর ফেসবুক দুটি ভিডিও মুছে (ডিলিট) ফেলেছে। তবে এখনো সেখানে একটি ভিডিও দেখা যাচ্ছে।

নির্বাচনে এআইয়ের ব্যবহার

ভারতে চলতি বছরের নির্বাচনে রাজনীতিবিদেরা বিভিন্নভাবে এআই ব্যবহার করছেন।

ভারতের দক্ষিণাঞ্চলের কংগ্রেস নেতা বিজয় বসন্তের মুখপাত্র বলেছেন, এআই ব্যবহার করে তাঁর (বিজয়) প্রচারশিবির থেকে দুই মিনিটের একটি অডিও-ভিডিও ক্লিপ তৈরি করা হয়েছে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হয়েছে। এতে দেখা গেছে, তাঁর প্রয়াত বাবা এবং রাজনীতিবিদ বসন্তকুমার ছেলের জন্য ভোট চাইছেন।

ভিডিওতে বসন্তকুমার বলছিলেন, ‘আমার দেহ আপনাদের ছেড়ে গেছে। কিন্তু আত্মিকভাবে আমি এখনো আপনাদের আশপাশে আছি।’

কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সিস্ট (সিপিএম) ইউটিউবে কিছু ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা গেছে, এআই দিয়ে তৈরি উপস্থাপক সামাতা পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দলের সমালোচনা করছেন।