লোকসভা ভোট: মহারাষ্ট্রে বিজেপির হতাশার পর উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চান ফাডনবিশ

সংবাদ সম্মেলনে কথা বলছেন মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফাডনবিশ। মুম্বাই, ভারত। ২৬ নভেম্বর, ২০১৯ফাইল ছবি : রয়টার্স

ভারতের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র রাজ্যের ফল বিজেপির জন্য হতাশাজনক হয়েছে। এবার দলটি ওই রাজ্যে ১৪টি আসন হারিয়েছে। নির্বাচনের এই ফল ঘোষণার পরদিন আজ রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দেবেন্দ্র ফাডনবিশ। তিনি বলেছেন, এই দায়িত্ব ছেড়ে বিজেপির সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান।

এক সংবাদ সম্মেলনে মহারাষ্ট্রের বিজেপির গুরুত্বপূর্ণ এই নেতা বলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে দলের ফল আরও ভালো করতে আমি সাংগঠনিক পর্যায়ে কাজ করতে চাই। আমি আমার পুরোটা সময় সংগঠনকে মজবুত করতেই ব্যয় করতে চাই। তাই দলের কেন্দ্রীয় নেতারা আমাকে যেন রাজ্য সরকারের পদের দায়িত্ব থেকে মুক্তি দেন, সে জন্য আমি অনুরোধ করতে যাচ্ছি।’

দেবেন্দ্র ফাডনবিশের এই সংবাদ সম্মেলনের আগে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনায় বসেছিলেন বিজেপির মহারাষ্ট্রের নেতারা। সেখানে দলটির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাবনকুলেও অংশ নেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দলের সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন করা এবং আগামীর কৌশল নিয়ে আলোচনা।

এবারের লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি মাত্র ৯টি আসনে জয় পেয়েছে, যা ২০১৯ সালের তুলনায় অনেক কম। তখন দলটি সেখানে ২৩টি আসনে জিতেছিল। আর এবারের লোকসভা নির্বাচনে বিজেপি জোট রাজ্যটির মোট ৪৮টি আসনের মধ্যে ১৭টি পেয়েছে। সেটাও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বেশ কম। রাজ্যে লোকসভা নির্বাচনে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিয়েছেন দেবেন্দ্র ফাডনবিশ।

মহারাষ্ট্রে এবারের লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট মহা বিকাশ আঘাদি (এমভিএ) খুব ভালো ফল করেছে। কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি), শারদ পাওয়ারের এনসিপি নিয়ে গঠিত এমভিএ জোট এবারের নির্বাচনে ৩০টি আসনে জিতেছে। কংগ্রেস এককভাবে জিতেছে ১৩টি আসনে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে সেখানে কংগ্রেস মাত্র একটি আসনে জিতেছিল। এবার ইউবিটি জিতেছে নয়টি আসনে। আর এনসিপি জিতেছে আটটি আসনে।

দেবেন্দ্র ফাডনবিশ মহারাষ্ট্রের একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকারের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন ২০২২ সালের ৩০ জুন।