বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের ভারতে নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহছবি: ভাস্কর মুখার্জি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে এখানে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা জরুরি। আর এই বাংলায় অনুপ্রবেশকারীদের রুখতে পারে একমাত্র বিজেপিই।

ভারতের লোকসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করণদীঘিতে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন অমিত শাহ। রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের প্রচারে এসেছিলেন তিনি।

অমিত শাহ বলেন, ‘লোকসভা নির্বাচনে বাংলায় আমাদের টার্গেট ৩৫ আসন। আমরা এবার ৩০-৩৫ আসনে পদ্ম ফোটাতে পারব। মমতা ভয় পাচ্ছেন এই রাজ্যে মোদির প্রকল্প বাস্তবায়ন করতে। যদি সবাই মোদির দিকে চলে যায়। তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। মমতার অনেক সাঙ্গপাঙ্গতো এখন জেলে।’

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এবার আমরা এই বাংলা থেকে কাটমানির কালচার বন্ধ করে দুর্নীতিমুক্ত বাংলা গড়বো। সন্দেশখালীর ঘটনার বিচার হবে। সিএএ কার্যকর হবে। সিএএ ও এনআরসি বন্ধ করতে পারবেনা মমতাদি। বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে।’

অরপদিকে বীরভূমে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়ের পক্ষে তারাপীঠে এক নির্বাচনী জনসভায় যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখন ভয় দেখানোর খেলা চালাচ্ছে বিজেপি বাংলাজুড়ে। চলছে সিএএ–এনআরসি নিয়ে খেলা, মানুষের রুটি রুজি নিয়ে খেলা। বিজেপি আজ কংগ্রেস-বামদলের হাত ধরেছে। চাইছে ওদের ভোট যেন টিএমসিতে না যায়।

মঙ্গলবার বিকেলে দার্জিলিং আসনের তৃণমূল প্রার্থী গোপাল লামার সমর্থনে আয়োজিত শিলিগুড়ির এক নির্বাচনী সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, মিথ্যাবাদী বিজেপির মিথ্যে বুলিতে কান দেবেননা। মমতার উন্নয়নের পক্ষে তৃণমূলের জোড়াফুলে জোট দেবেন। ধর্মান্ধদের একটি ভোটও নয়।