মণিপুরের মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা

মণিপুর সংঘাত নিরসনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরএএনআই ফাইল ছবি

ভারতের মণিপুরের জাতিগত সহিংসতাকবলিত জিরিবাম জেলায় একটি নিরাপত্তা দলের ওপর হামলা হয়েছে। এ হামলায় বিদ্রোহীরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আজ সোমবার জেলাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সফরের আগে ওই নিরাপত্তা দলটি মোতায়েন করা হয়েছিল।

রাজ্য পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজ জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে সন্দেহভাজন বিদ্রোহীরা। বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে বাহিনীর অন্তত দুই সদস্য আহত হয়েছেন। জেলার কোটলেন গ্রামের কাছে এখনো গোলাগুলি চলছে বলে খবর পাওয়া গেছে।

এমন সময় এ হামলা চালানো হলো, যখন এ অঞ্চলে সহিংসতা বাড়ছে। মেইতেই জনগোষ্ঠীর ৫৯ বছর বয়সী কৃষক সোইবাম শরৎকুমার সিংয়ের মরদেহ উদ্ধারের পর ৬ জুন নতুন করে সহিংসতা শুরু হয়েছে। তিনি কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। পরে পরিস্থিতির আরও অবনতি হয়ে সহিংসতা পাশের রাজ্য আসামেও ছড়িয়ে পড়েছে।

মণিপুরের রাজধানী ইম্ফল থেকে জিরিবাম জেলার দূরত্ব ২২০ কিলোমিটার। জেলাটি আসাম সীমান্ত লাগোয়া। জিরিবাম ঘিরে থাকা পাহাড়গুলোয় কুকি জাতিগোষ্ঠীর বেশ কয়েকটি গ্রাম রয়েছে। গত বছরের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।