ফ্লাইটে নিষিদ্ধ তিনি, কারণ...

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভারতের দিল্লির পথে উড়ছিল একটি উড়োজাহাজ। হঠাৎ সহযাত্রীর সঙ্গে অশোভন আচরণ করে বসেন এক যাত্রী। ওই সময় এ নিয়ে তাঁকে কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে এক মাসের বেশি সময় পর এসে অভিযুক্ত ওই যাত্রীকে নিজেদের উড়োজাহাজে নিষিদ্ধ করেছে বিমান সংস্থাটি। তিনি এক মাস এ বিমান সংস্থার কোনো উড়োজাহাজে ভ্রমণ করতে পারবেন না।

অভিযুক্ত ওই ব্যক্তি সহযাত্রীর সঙ্গে কী করেছিলেন, সেটা শুনলে চোখ কপালে উঠবে। ঘটনাটি গত ২৬ নভেম্বরের। নিউইয়র্ক থেকে দিল্লির পথে উড়োজাহাজটিতে ওই ব্যক্তির পাশে বসেছিলেন এক নারী যাত্রী। দুজনই বিজনেস ক্লাসে ভ্রমণ করছিলেন। খাবার খাওয়ার পর উড়োজাহাজটিতে আলো কমিয়ে দেওয়া হয়। এ সময় অভিযুক্ত ওই ব্যক্তি পাশে বসা নারীর শরীরে মূত্র ত্যাগ করেন। ওই নারীর বয়স ৭০ বছর।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মদ পান করেছিলেন। মাতাল অবস্থায় উড়োজাহাজের ভেতর তিনি এমন কাণ্ড ঘটান।

ভুক্তভোগী ওই নারী এ নিয়ে ক্রুর কাছে অভিযোগ করেন। বলেন, তাঁর পোশাক, জুতা ও ব্যাগ প্রস্রাবে ভিজে গেছে। ক্রু ওই নারী যাত্রীকে এক সেট জামা ও স্লিপার দিন। সেগুলো পরে ওই নারীকে অভিযুক্ত ব্যক্তির পাশেই বসতে হয়। তখন উড়োজাহাজটিতে অন্য আসন ফাঁকা ছিল না।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগী নারী এয়ার ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বরাবর লিখিত অভিযোগ দেন। তিনি লেখেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ফ্লাইট ছিল।’ এরপরই ঘটনাটি প্রকাশ্যে আসে।

ওই ঘটনার কয়েক সপ্তাহ পর একটি মামলা করে এয়ার ইন্ডিয়া। একই সঙ্গে উচ্ছৃঙ্খল ওই যাত্রীকে উড্ডয়ন নিষিদ্ধ (নো-ফ্লাই) তালিকায় রাখার সুপারিশ করা হয়। এর জেরে গতকাল বুধবার ওই যাত্রীকে এক মাসের জন্য নিজেদের ফ্লাইটে নিষিদ্ধ করে এয়ার ইন্ডিয়া।