গাঁটছড়া বাঁধলেন ভারতের রিভলবার রানি ও গ্যাংস্টার
ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী গ্যাংস্টার সন্দ্বীপ ওরফে কালা জাথেদি বিয়ের পিঁড়িতে বসেছেন। পাত্রী অনুরাধা চৌধুরী ওরফে ম্যাডাম মিঞ্জ। তিনি ‘রিভলবার রানি’ নামেও পরিচিত। গতকাল মঙ্গলবার দিল্লির দ্বারকা এলাকার সন্তোষ গার্ডেন ব্যাঙ্কোয়েট হলে এই গ্যাংস্টার ও রিভলবার রানির বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পুলিশ ব্যাঙ্কোয়েট হলের চারপাশে কঠোর নিরাপত্তা দিয়েছে। সন্দ্বীপের আইনজীবী ৫১ হাজার রুপি (প্রায় ৬৭ হাজার টাকা) ব্যয় করে এটি বুকিং দিয়েছেন।
নাম প্রকাশে না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সন্দ্বীপের কুখ্যাতি ও আগের অপরাধের কথা মাথায় রেখে পুলিশ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরিকল্পনাও করে রেখেছিল।
মোস্ট ওয়ান্টেড অপরাধী সন্দ্বীপকে ধরিয়ে দিতে একবার সাত লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এরপর গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় সন্দ্বীপকে। বিয়ের জন্য গতকাল দিল্লির একটি আদালত তাঁকে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছেন।
‘রিভলবার রানি’ অনুরাধা চৌধুরীও বেশ কয়েকটি ফৌজদারি মামলার আসামি।