হায়দরাবাদে এবার আরেক সমালোচনার জন্ম দিলেন বিজেপির প্রার্থী মাধবী লতা

ভোটকেন্দ্রে হায়দরাবাদ আসনের বিজেপির প্রার্থী মাধবী লতাছবি: এএনআই

ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের একটি ভিডিও প্রকাশ্যে আসার পর আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম দেশটির নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। ভিডিওতে হায়দরাবাদ আসনে বিজেপির প্রার্থী কে মাধবী লতাকে একটি ভোটকেন্দ্রে নারীদের পরিচয়পত্র পরীক্ষা করতে দেখা যায়।

আজ সোমবার চতুর্থ ধাপের এই ভোট হচ্ছে। মোট ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬ আসনে ভোট গ্রহণ চলছে। তেলেঙ্গানা রাজ্যের ১৭টি আসনে আজ ভোট হচ্ছে।

তেলেঙ্গানার হায়দরাবাদ আসনে আসাদউদ্দিন ও মাধবী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবশেষ লোকসভা নির্বাচনে এই আসনে আসাদউদ্দিন উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

আজ অমৃতা বিদ্যালয়ে ভোট দেওয়ার পর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন মাধবী। পরে তিনি আজমপুরের একটি ভোটকেন্দ্রে যান। সেখানে ভোট দেওয়ার জন্য অপেক্ষারত নারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) পরীক্ষা শুরু করেন তিনি। একটি ভিডিওতে তাঁকে একজন বোরকা পরা নারীকে তাঁর নেকাব তোলার জন্য বলতে শোনা যায়। ওই নারী তা করেন।

এআইএমআইএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বোরকা পরা নারীদের আইডি পরীক্ষা করেন মাধবী লতা। তিনি এই নারীদের নেকাবও তুলতে বলেন।

আইডি কার্ড সঠিকভাবে পরীক্ষা করার পর ভোট দেওয়ার অনুমতি দিতে নির্বাচনী কর্মকর্তাদের সতর্ক করেন মাধবী। পরে তিনি দাবি করেন, ভোটার তালিকায় অসংগতি আছে। অনেক ভোটারের নাম নেই।

মাধবীর জন্য বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। তিনি আগেও বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সমালোচিত হয়েছেন।

তেলেঙ্গানা রাজ্যে আজ যে ১৭ আসনে ভোট হচ্ছে, সেগুলোর মধ্যে আদিলাবাদ, জহিরাবাদ, খাম্মাম, মাহাবুবাবাদ ও নালগোন্দায় ভোটের হার বেশ ভালো।