হায়দরাবাদে দুই শিশুসন্তানসহ মা–বাবার ‘আত্মহত্যা’
ভারতের হায়দরাবাদে এক পরিবারের চার সদস্য ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার স্থানীয় পুলিশ জানায়, তারা হায়দরাবাদের কুশাইগুদা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে চারজনের লাশ উদ্ধার করেছে। চারজনই বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন সতীশ, তাঁর স্ত্রী বেধা ও তাঁদের দুই শিশুসন্তান নিশিকেত ও নিহাল।
পুলিশের কর্মকর্তারা জানান, গত শুক্রবার রাতে ‘আত্মহত্যার’ ঘটনাটি ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। তবে পুলিশ এ-সংক্রান্ত খবর গতকাল শনিবার বিকেলের দিকে পায়। তারা ঘটনাস্থলে গিয়ে লাশ চারটি উদ্ধার করে।
হায়দরাবাদের কুশাইগুদা থানা-পুলিশের পরিদর্শক পি ভেঙ্কটেশ্বরলু বলেন, বাবা, মা ও তাঁদের দুই শিশুসন্তান বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটি স্বাস্থ্যসংক্রান্ত সমস্যায় ভুগছিল। তাদের চিকিৎসা করা হলেও তারা সুস্থ হচ্ছিল না। এতে মা–বাবা হতাশা হয়ে পড়েছিলেন। এ কারণে দুই শিশুসন্তানসহ তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাতে চারজন আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছে। তবে গতকাল বেলা দুইটার দিকে পুলিশ এ-সংক্রান্ত খবর পায়।
লাশ চারটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানায়।