পুলিশকে হকারদের কাছ থেকে চাঁদা তোলা বন্ধের নির্দেশ মমতার
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কলকাতার কোনো ফুটপাতে হকার বসতে পারবে না। তাদের কাছ থেকে পুলিশ ও নেতাদের চাঁদা তোলা বন্ধ করতে হবে।
বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা বলেন মমতা। বৈঠকে রাজ্যের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজ্যের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের সচিবেরা উপস্থিত ছিলেন।
মমতার নির্দেশে গত মঙ্গল ও বুধবার হকার উচ্ছেদে অভিযান চালানো হয়। বৃহস্পতিবারও শিয়ালদহ, বেহালা, এনআরএস হাসপাতাল এলাকা, মাঝেরহাট এলাকার বিভিন্ন ফুটপাতে চলে এ অভিযান।
বৃহস্পতিবারের বৈঠকে মমতা বলেন, গড়িয়াহাট, হাতিবাগান, নিউমার্কেট ও কলকাতার গ্র্যান্ড হোটেলের সামনে ফুটপাত দখল করে আছেন হকাররা। তাঁদের অবশ্যই সরে যেতে হবে।
মমতা হুমকির সুরে বলেন, যে পৌর এলাকা বেআইনিভাবে দখল হবে, সেখানকার কাউন্সিলরকে গ্রেপ্তার করা হবে। হোটেল গ্র্যান্ডের সামনে হকার বসার তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের ভিভিআইপিরা আসেন। তাই নিরাপত্তাজনিত কারণে এখানে হকার বসা অনুচিত। এখানের নিরাপত্তাব্যবস্থা অটুট রাখতে হবে হকার সরিয়ে। এখানকার হকারদের পুনর্বাসন করা হবে।
মমতা এক মাসের সময় দিয়ে বলেন, এ সময়ের মধ্যে অবৈধ ফুটপাত দখলকারীদের ফুটপাত ছাড়তে হবে। আর যাঁদের ইতিমধ্যে উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে, তাঁদের পুনরায় ওই ফুটপাতে বসতে দেওয়া হবে না।
হকার উচ্ছেদে পুলিশের অতিসক্রিয়তা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আদালতের দৃষ্টি আকর্ষণের আবেদন জানান আইনজীবী শামীম আহমেদ। তিনি বলেন, পুলিশের এই সক্রিয়তায় নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে। পুলিশ হকার উচ্ছেদের নামে হকারদের মারপিট করছে। তাই তিনি এ বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপ কামনা করেন। বিচারপতি এরপর আবেদনকারীকে বলেন, তিনি বিষয়টি নিয়ে জনস্বার্থে মামলা করতে পারেন।