পশ্চিমবঙ্গে পাকিস্তানের পতাকা ক্রয়-বিক্রয়ের ওপর কড়া নজর রাখার নির্দেশ পুলিশকে
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে গোপনে কেউ কেউ পাকিস্তানি পতাকা বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগের ভিত্তিতে কলকাতার সব থানাকে অবিলম্বে বিষয়টির ওপর কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই নির্দেশ দেন।
মনোজ ভার্মা বলেছেন, কোথায় এবং কারা এই পতাকা তৈরি করছে? কারা কিনছে বা কোথায় যাচ্ছে ইত্যাদির দিকে নজর রাখতে হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের পতাকা অপব্যবহার করে কেউ যাতে সমাজে ঘৃণা ছড়াতে না পারে সেই লক্ষ্যে শনিবার কলকাতার বডিগার্ড লাইনে পুলিশের মাসিক ক্রাইম মিটিংয়ে কলকাতার সব থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কিছুদিন আগে উত্তর ২৪ পরগনার একটি রেল স্টেশনে পাকিস্তানের পতাকা টাঙিয়ে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছিল একটি চক্র।
এর আগে ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে নজরে আসে এই বিষয়টি।
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্ণাদ যোশীকে এ নিয়ে চিঠি দেয় কনফেডারেশন অব ইন্ডিয়া ট্রেডার্স। চিঠিতে অভিযোগ করা হয়, একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকাসহ ওই দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে। এরপরেই কলকাতা পুলিশ পাকিস্তানি পতাকা গোপনে বিক্রির ওপর কড়া নির্দেশ জারি করে।