সন্দেশখালীর ‘ভুয়া ভিডিও’ ছড়ানোর অভিযোগে তৃণমূলের নেতাদের ওপর চড়াও নারীরা

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর হামলা করেন বিক্ষুব্ধ নারীরা। পশ্চিমবঙ্গ, ভারতছবি: সংগৃহীত

ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে তৃণমূলের নেতা–কর্মীদের ওপর হামলা করেছেন বিক্ষুব্ধ নারীরা। তাঁদের অভিযোগ, তৃণমূল নেতা পাপন গাইন ও দিলীপ মল্লিক সন্দেশখালীর ঘটনা নিয়ে ভুয়া ভিডিও বাজারে ছেড়েছেন। বিক্ষুব্ধ নারীরা এ ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করেছেন।

ঘটনার সূত্রপাত গতকাল শনিবার। বিজেপির এক কর্মীকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে সন্দেশখালী থানা–পুলিশ। আজ সকালে ওই কর্মীর মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিজেপি। এর নেতৃত্ব দেন সন্দেশখালী আন্দোলনের বিজেপি নেত্রী ও বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র।

রোববার সন্দেশখালীর শত শত নারী হাতে লাঠি ও গাছের ডাল নিয়ে বিক্ষোভে নামেন। বিক্ষোভকারীরা তৃণমূল নেতা দিলীপ মল্লিককে বাড়ি থেকে টেনে এনে মারধর শুরু করেন। তাঁর সহযোগী পাপন গাইনকেও মারধর করা হয়। এ সময় স্থানীয় তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত ঘটনাস্থলে এলে বিজেপির নারী বিক্ষোভকারীরা তাঁর ওপর চড়াও হন।

রেখা পাত্রের দাবি, সন্দেশখালী নিয়ে তৃণমূল ভুয়া ভিডিও ছড়াচ্ছে। এর প্রতিবাদে নারী সমাজ এক হয়ে অতীতের মতো আন্দোলনে নেমেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করে আসছেন, সন্দেশখালীর ঘটনা বিজেপির পূর্বপরিকল্পিত। সেখানে নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। মানুষ নির্বাচনে যোগ্য জবাব দিয়ে তৃণমূলকে জেতাবে।