মমতার বাসভবনের সামনে থেকে অস্ত্রসহ যুবক আটক
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস শুক্রবার শহীদ দিবস পালন করে। প্রতিবছরের মতো এ বছরও ধর্মতলায় শহীদ দিবসের বিশাল সমাবেশের আয়োজন করে তারা। সমাবেশকে কেন্দ্র করে কলকাতায় বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসেন। অনেকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের টালির ছাউনির বাসভবনটি। সমাবেশের আগে মমতার বাসভবনের সামনে ভোজালি, আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কালো রঙের একটি গাড়ি নিয়ে আসেন এক যুবক। কেতাদুরস্ত পোশাক পরে চোখে চশমা লাগিয়ে এসেই বাড়ির সামনের পার্কিং জোনে গাড়িটি রাখেন। গাড়ি দেখে মমতার বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি নিজেকে বিএসএফ এবং আইবির লোক বলে পরিচয় দেন। এমনকি তিনি বিভিন্ন এজেন্সির পরিচয়পত্র দেখান। ওই সব পরিচয়পত্র দেখে পুলিশের সন্দেহ হয়। তদন্ত করে পুলিশ জানতে পারে, ওই পরিচয়পত্র জাল। এরপরই পুলিশ ওই গাড়ি থেকে নামিয়ে তাঁকে কালীঘাট থানায় নিয়ে যান। পরে পুলিশ ওই গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র, ভোজালি, ভুয়া পরিচয়পত্র ও গাঁজা উদ্ধার করে।
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের বলেন, ওই যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কেন ওই যুবক মমতার জনসভায় না গিয়ে তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলেন।
জানা গেছে, ওই যুবকের নাম শেখ আমিনুর। দক্ষিণ কলকাতার পঞ্চানন গ্রামের মার্টিন পাড়ায় থাকেন। তাঁর একটি গৃহসজ্জার দোকান রয়েছে।