পশ্চিমবঙ্গে শেষ দফায় ভোট চলছে, কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ

পশ্চিমবঙ্গের অশ্বিনীনগরে অশ্বিনী বিদ্যাপিঠ কেন্দ্রে ভোটারদের লাইন, ১ জুনছবি: ভাস্কর মুখার্জি

ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফায় আজ শনিবার সকাল সাতটা থেকে পশ্চিমবঙ্গের ৯ আসনে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে।

আজ ১৭ হাজার ৪৭০টি কেন্দ্রে ভোট হচ্ছে। এর মধ্যে ৩ হাজার ৭৪৮টিকে স্পর্শকাতর কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। নির্বাচন নির্বিঘ্ন করতে পশ্চিমবঙ্গে নির্বাচনী এলাকাগুলোতে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হয়েছে। ১ হাজার ৯১৮টি কুইক রেসপন্স টিম কাজ করবে। ৩৬ হাজার ৪০৯ জন পুলিশ সদস্যও মোতায়েন আছেন। এ ছাড়া ৭২টি বহুতল আবাসিক ভবনের ছাদ থেকে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

আজ যে ৯টি আসনে ভোটগ্রহণ চলছে, সেগুলো হলো কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসাত, বসিরহাট, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুর। এই ৯ আসনে লড়ছেন ১২৪ জন প্রার্থী।

বিশৃঙ্খলার অভিযোগ

আজ ভোট শুরুর আগেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে ভোটযন্ত্র বা ইভিএম মেশিন পুকুরে ফেলে দিয়েছে। এখানে ভোট দানেও বাধা দিয়েছে গ্রামবাসী।

ভাঙরে এক আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলা হয়েছে। তৃণমূলের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আইএসএফ। বরাহনগরে বিজেপি অভিযোগ করেছে, তাদের এজেন্টকে ঢুকতে দেয়নি তৃণমূল। কদম্বগাছিতে বিজেপির বুথ এজেন্টের সভাপতির কিশোরী মেয়ের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতার বাঘাযতীনে তৃণমূলের সদস্যরা বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

খড়দায় তৃণমূলের ভোট কার্যালয়ে বিজেপির সমর্থকেরা আগুন দিয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। ভাঙরের সাতুলিয়ায় বোমা বিস্ফোরণ হয়েছে। এর জন্য তৃণমূলকে দায়ী করা হচ্ছে। সরসুনায় সিপিএম এজেন্টকে মারধর করে তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেলেঘাটায় উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে ঘিরে বিক্ষোভ করেছে তৃণমূলের সমর্থকেরা। বেড়মজুরে পুলিশের সামনে বিজেপির সমর্থকেরা মারধরের শিকার হয়েছেন।

সিপিএমের অভিযোগ, বাঘাযতীনে তাদের সমর্থকদের বাসভবন লক্ষ্য করে ইটপাথর ছুড়েছে তৃণমূলের সমর্থকেরা। কালিকাপুরে তৃণমূল সদস্যরা সিপিএমের এজেন্টকে বুথ থেকে বের করে দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ডায়মন্ড হারবারে সিপিএম প্রার্থী প্রতীক-উর-রহমান অভিযোগ করেছেন, বহু ভোট কেন্দ্রে তৃণমূলের নেতারা সিপিএমের এজেন্টকে বসতে দেয়নি।
৯ আসনে আজ ভোট দিচ্ছে ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ভোটার। সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হবে।

আজ এসব আসনে তারকা ও আলোচিত প্রার্থীদের মধ্যে আছেন অভিনেত্রী সায়নী ঘোষ, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজনৈতিক ব্যক্তিত্ব সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, তাপস রায়, মালা রায়, প্রদীপ ভট্টাচার্য প্রমুখ। আরও রয়েছেন তরুণ প্রজন্মের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও প্রতীক-উর-রহমান।