বিয়ের অনুষ্ঠানে ফুটন্ত কড়াইয়ে পড়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি

ভারতের তামিলনাড়ু রাজ্যে দুর্ঘটনাক্রমে গরম কড়াইয়ে পড়ে দগ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় পুলিশ এসব কথা জানায়। এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঘটনাটি ঘটেছে রাজ্যের তিরুভাল্লুর জেলায়। গত সপ্তাহে ওই তরুণ দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া তরুণের বয়স ২১ বছর। তিনি কলেজশিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি একটি কাটারিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতেন।

পুলিশ বলেছে, গত সপ্তাহে একটি বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশন করছিলেন ওই তরুণ। তখনই দুর্ঘটনাটি ঘটে। তিনি আচমকা গরম রসমের কড়াইয়ে পড়ে যান।

রসম একটি সুস্বাদু দক্ষিণি খাবার। রস বা স্যুপ–জাতীয় এই খাবার গরম–গরম পরিবেশন করা হয়। তামিলনাড়ুর ওই বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিদের পরিবেশনের জন্য রসম প্রস্তুত করা হয়েছিল।

গুরুতরভাবে দগ্ধ তরুণকে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে তাঁকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

পুলিশ বলছে, এই ঘটনায় একটি মামলা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।