ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক উমেশ ভবন থেকে পড়ে মারা গেছেন
ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক উমেশ উপাধ্যায় (৬৪) দক্ষিণ দিল্লির বসন্তকুঞ্জের একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মারা গেছেন। সেখানে নির্মাণকাজ চলছিল। দিল্লি পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলেছে, গতকাল রোববার সকালে নিজের বাড়ির সংস্কারকাজ পরিদর্শন করছিলেন উমেশ। সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাবশত তিনি চারতলা থেকে দ্বিতীয় তলায় পড়ে যান। তিনি মাথায় আঘাত পান। বেলা ১১টার দিকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তিনি হাসপাতালে মারা যান।
ভারতের টেলিভিশন ও ডিজিটাল সংবাদমাধ্যমে উমেশের ব্যাপক অবদান রয়েছে। তিনি উভয় ক্ষেত্রে তাঁর স্থায়ী প্রভাব রেখে গেছেন।
চার দশকের কর্মজীবনে টেলিভিশন, রেডিও, প্রিন্ট ও ডিজিটাল সংবাদমাধ্যমে কাজ করেছেন উমেশ। তিনি বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যম প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি ‘ওয়েস্টার্ন মিডিয়া ন্যারেটিভস অন ইন্ডিয়া: ফ্রম গান্ধী টু মোদি’ নামে একটি বই লিখেছেন উমেশ।
জ্যেষ্ঠ সাংবাদিক উমেশের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।