এবার কেজরিওয়ালের এক মন্ত্রীকে তলব ইডির

এ মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির পরিবহন মন্ত্রী কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

কৈলাস গেহলট। ইডি অফিসে হাজিরা দেওয়া শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেনছবি: এএনআই

আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর তাঁর সরকারেরই আরের মন্ত্রীকে তলব করল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। এ মামলায় আর্থিক তছরুপের অভিযোগে পরিবহন মন্ত্রী ও আম আদমি পার্টির প্রভাবশালী নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আজ ইডি অফিসে হাজিরার তলব পেয়েই সেখানে হাজির হন তিনি।

ইডি সূত্র বলেছে, আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে (পিএমএলএ) মন্ত্রীর বয়ান রেকর্ড করতে তাঁকে তলব করা হয়েছে। আবগারি–সংক্রান্ত মামলায় এই প্রথম কৈলাসকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, যে আবগারি নীতি তৈরি করা হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিলেন পরিবহন মন্ত্রী। দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।

কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের এই অভিযোগ আনা হয় দিল্লি সরকারের ২০২১-২২ সালের আবগারি নীতি ঘিরে। অভিযোগ ওঠে, ওই নীতিতে বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা দেওয়া হয়েছিল। পরে অবশ্য ওই নীতি বাতিল করা হয়েছিল। তদন্ত সংস্থা ইডির অভিযোগ, এই নীতি করে আম আদমি পার্টির নেতারা ১০০ কোটি টাকা নিয়েছিলেন।

গেহলট সম্পর্কে ইডির অভিযোগ, তিনি মুঠোফোনে একটি সিম নম্বর ব্যবহার করলেও তাঁর ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) তিনবার পরিবর্তন করা হয়েছিল।

আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন কেজরিওয়ালের সতীর্থ সাবেক উপমুখ্যমন্ত্রী নেতা মনীশ সিসোদিয়া ও এএপির রাজ্যসভা সদস্য সঞ্জয় সিং। তাঁর আগে গ্রেপ্তার করা হয় তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রী কে কবিতাকেও। ২১ মার্চ এই মামলাতেই ইডির হাতে গ্রেপ্তার হন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে কেজরিওয়াল এবং তাঁর দলের দাবি, ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ করেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামীকাল সোমবার পর্যন্ত কেজরিওয়ালকে ইডি হেফাজত থাকার নির্দেশ দিয়েছেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এর মধ্যেই তাঁর সরকারের আরেক মন্ত্রীকে তলব করায় এ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে।

দিল্লির রামলীলা ময়দানে ‘মহা র‍্যালি’

কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল রোববার দিল্লির রামলীলা ময়দানে ‘মহা র‍্যালি’ নামের বিক্ষোভ সমাবেশের আয়োজন করছে ইন্ডিয়া জোট। আজ এ নিয়ে আম আদমি দলের নেতা ও দিল্লির শিক্ষামন্ত্রী অতীশী মারলেনা সিং বলেন, আগামী লোকসভা নির্বাচনে বৃহৎ ঐক্য দেখাবে বিরোধী জোট। জোটের মধ্যে একাধিক বিভক্তি নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

অতীশী বলেন, ইন্ডিয়া জোট এক। কেজরিওয়ালকে যখন গ্রেপ্তার করা হয়, কংগ্রেসের বড় নেতারা পাশে ছিলেন। জোটের সব নেতা এ নিয়ে তাঁদের আওয়াজ তুলেছেন। কেজরিওয়ালকে গ্রেপ্তার মৃত গণতন্ত্রের ওপর শেষ আক্রমণ। আগামীকাল বিরোধীরা আরও আওয়াজ তুলবেন।

কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রতিবাদে কাল দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাবেন আপের নেতা–কর্মীরা। এতে ইন্ডিয়া জোটের নেতা যেমন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের মতো নেতারা বিক্ষোভে শামিল হবেন।