কুকুর নিয়ে ঝগড়ায় চালিয়ে দিলেন গুলি, প্রাণ হারালেন দুজন

কুকুর নিয়ে ঝগড়ার জেরে প্রতিবেশীর ওপর গুলি চালিয়েছেন এক ব্যক্তি
প্রতীকী ছবি: রয়টার্স

ভারতের মধ্যপ্রদেশে কুকুর নিয়ে ঝগড়া হওয়ার জেরে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আটটি গুলি করেছেন এক ব্যক্তি। এতে তাঁর দুই প্রতিবেশী নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার মধ্যপ্রদেশের ইন্দোরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি একটি ব্যাংকের নিরাপত্তারক্ষী। লাইসেন্স করা শটগান দিয়ে তিনি গুলি চালিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার অমরেন্দ্র সিং বলেন, রাজপাল সিং রাজাওয়াত বারোদার একটি ব্যাংকের নিরাপত্তারক্ষী ছিলেন। পোষা কুকুর নিয়ে বিবাদের জেরে তিনি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করেছেন।

পুলিশ জানায়, গতকাল রাত ১১টার দিকে ইন্দোরের কৃষ্ণবাগ কলোনিতে কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন দুই প্রতিবেশী রাজাওয়াত ও বিমল আমচা। এ সময় কুকুর দুটির মধ্যে ঝগড়া বেধে যায়। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত রাজাওয়াত দৌড়ে বাড়িতে ঢুকে যান। বাড়িতে ঢুকেই দোতলার বারান্দা থেকে শটগান দিয়ে গুলি চালান। এতে ঘটনাস্থলেই বিমল আমচা মারা যান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাজাওয়াত প্রথমে ফাঁকা গুলি ছোড়েন। একটু পরেই নিচের রাস্তায় দাঁড়িয়ে থাকা বিমল আমচাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় রাস্তায় হইচই শোনা যায়।

এতে ঘটনাস্থলেই বিমল আমচা মারা যান। তিনি একটি সেলুনের মালিক। গুলিতে তাঁর শ্যালক রাহুল ভার্মাও প্রাণ হারান। এ সময় রাহুল ভার্মার অন্তঃসত্ত্বা স্ত্রী জয়তী ভার্মা আহত হন।

পুলিশ আরও জানায়, গুলিতে আরও ছয়জন পথচারী আহত হয়েছেন। তাঁরা গুলির শব্দ শুনে রাস্তায় বের হয়েছিলেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় রাজাওয়াত, তাঁর ছেলে সুধীর ও শুভম নামের এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করেছে নিহতদের পরিবার।

হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পল্লবী বোরসে নামের এক নারী বলেন, কুকুর দুটি ঝগড়া করতে করতে বিমল আমচার বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির ভেতর থেকে কুকুর তাড়িয়ে দেওয়া নিয়ে ঝামেলা হয়।

পল্লবী বোরসে আরও বলেন, ‘আমাদের লেনে দুটি কুকুর মারামারি শুরু করে। একপর্যায়ে কুকুর দুটি আমচার বাড়িতে ঢুকে পড়ে। তাঁর ভাই প্রমোদ লাঠি দিয়ে রাজওয়াতের কুকুরটিকে তাড়িয়ে দেন। এরপরই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়।’