বারাকপুরে ‘বাহুবলী’ প্রার্থীর বিরুদ্ধে লড়াই তৃণমূলের মন্ত্রীর

অর্জুন সিং, পার্থ ভৌমিক ও দেবদূত ঘোষছবি: ভাস্কর মুখার্জি

ভারতে লোকসভার পঞ্চম দফার নির্বাচনে ভোট হবে পশ্চিমবঙ্গের বারাকপুর আসনেও। এই এলাকা একসময় ছিল রাজ্যের অন্যতম শিল্পশহর। গঙ্গাপাড়ের এই শহরজুড়ে গড়ে উঠেছিল নানা শিল্পকারখানা। আজ অবশ্য সেই শিল্পের অস্তিত্ব অনেকটাই ম্লান। তবু বারাকপুর আজও শিল্পএলাকা হিসেবে পরিচিত।

এবার লোকসভা নির্বাচনে এই আসনে লড়ছেন বিজেপির ‘বাহুবলী’ নেতা অর্জুন সিং। তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিক এবং কংগ্রেস-বাম জোটের হয়ে লড়ছেন অভিনেতা দেবদূত ঘোষ।

বিজেপির অর্জুন সিং একসময় তৃণমূলের দাপুটে নেতা ছিলেন। শিল্পাঞ্চলে তাঁর প্রভাব ছিল প্রশ্নাতীত। তাঁর বাবা সত্যনারায়ণ সিংও ছিলেন এই অঞ্চলের ভাটপাড়া বিধানসভা আসনের কংগ্রেসের তিনবারের বিধায়ক আর অর্জুন সিং ২০০১ সাল থেকে তৃণমূলের হয়ে চারবার বিধায়ক নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে অর্জুন বিজেপিতে যোগ দেন। এরপর বিজেপির টিকিটে বারাকপুর আসনে লড়ে হারিয়ে দেন তৃণমূলের শক্তিশালী প্রার্থী দ্বীনেশ ত্রিবেদীকে। এর আগে অবশ্য এই আসনটি ছিল সিপিএমের দখলে। দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সিপিএমের ত্বরিৎ মোহন তোপদার। ২০১৯ সালে অর্জুন সিং বিজেপির টিকিটে জয়ী হলেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে আবার যোগ দেন তৃণমূলে। কিন্তু এবার তিনি এই আসনে তৃণমূলের টিকিট না পেয়ে আবার বিজেপিতে যোগ দেন।

তৃণমূল এই আসনে এবার মনোনয়ন দেয় নৈহাটি আসনের তৃণমূল বিধায়ক ও  রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। পার্থ তৃণমূলের এক পোড়খাওয়া নেতা। তিনিও এই নৈহাটি আসন থেকে তৃণমূলের টিকিটে টানা তিনবার বিধায়ক নির্বাচিত হন। এরপর হন রাজ্যের সেচমন্ত্রী।

এই আসনে কংগ্রেস-বাম জোটের হয়ে লড়ছেন অভিনেতা দেবদূত ঘোষ। তাঁর অবস্থানও একেবারে খারাপ নয়। স্থানীয় রাজনীতিকদের বিশ্বাস, এই আসনে দ্বিমুখী নয়, লড়াই হবে ত্রিমুখী। তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীর মধ্যে। সিপিএমের এই প্রার্থী অনুরাগের ছোঁয়া টিভি সিরিয়ালের অন্যতম অভিনেতা দেবদূত ঘোষ নির্বাচনী প্রচারে গিয়ে ভোটারদের বলছেন, ‘আমাকে কম মাস্তান ভাববেন। বামেরা ক্ষমতায় এলে এই বাংলায় “মহালক্ষ্মী¥ভান্ডার” চালু করবে।’

অবশ্য এবিপি আনন্দ এবং সি-ভোটারের সর্বশেষ জনমত সমীক্ষায় এই আসনে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।