জনমানবহীন রাস্তায় বাঘের সামনে একা তিনি
জনমানবহীন রাস্তা ফাঁকা। এ সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ তাঁর একটু সামনে দিয়ে বাঘ যেতে দেখলেন। সঙ্গে সঙ্গে হাঁটা থামিয়ে পেছনে সরে এলেন তিনি। দেখলেন, তাঁর সামনে দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে বাঘটি। ভারতের উত্তরাখন্ড রাজ্যের জিম করবেট পার্কের কাছে ঘটেছে এ ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে গেছে।
ভিডিওতে দেখা যায়, রাস্তা দিয়ে একা এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটি বাঘ রাস্তায় বেরিয়ে এল। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পেছন দিকে হাঁটা শুরু করেন। তবে বাঘটি তাঁর সামনে দিয়ে দ্রুত রাস্তা পার হয়ে যায়। ঘটনার আকস্মিতায় ওই ব্যক্তি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
আইএফএস কর্মকর্তা প্রবীণ কাসওয়ান এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি আপলোড করেন। এতে তিনি ক্যাপশন লেখেন, ‘তিনি খুবই ভাগ্যবান জীবিত ব্যক্তি। বাঘটির কোনো দিকে ভ্রুক্ষেপ ছিল না বলে মনে হলো।’
ভিডিওটি পাঁচ লাখের বেশিবার দেখা হয়েছে। এতে হাজার হাজার ইন্টারনেট ব্যবহারকারী ‘লাইক’ দিয়েছেন। অনেকে ভিডিওটি নিয়ে মন্তব্য দিয়েছেন। এতে তাঁরা ভয় এবং একই সঙ্গে স্তস্তির কথা লিখেছেন। কারণ, মানুষটি শেষ পর্যন্ত অক্ষত ছিলেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমার মনে হয়, বাঘের সঙ্গে সব সময় এমনই হয়। যদি তারা শিকার করার মতো যথেষ্ঠ বয়সী অথবা আক্রান্ত না হয়, তাহলে তারা মানুষকে আক্রমণ করে না। তবে চিতাবাঘের ক্ষেত্রে এ কথা বলা যাবে না।’
আরেকজন ব্যবহারকারী বলেছেন, ‘বাঘ মানুষখেকো না হলে বা মানুষ দ্বারা আক্রান্ত না হলে তারা সাধারণত মানুষকে আক্রমণ করে না। এমনকি ক্ষুধার্ত না হলে সাধারণ শিকারকেও বাঘ আক্রমণ করে না।’