লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা

কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি ও এবারের লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের তমলুক আসনের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। খুনের চেষ্টাসহ মিছিলে হামলা ও মারপিটের অভিযোগ এনে রোববার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে তমলুক থানা-পুলিশ।

এর আগে শনিবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য মিছিল নিয়ে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। মিছিল যখন তমলুক হাসাপালের মোড়ে পৌঁছায় তখন দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এখানেই গত ২৯ এপ্রিল থেকে তৃণমূল সমর্থিত চাকরিচ্যুত শিক্ষকেরা অনশন ধর্মঘট করছেন।

এই ঘটনার পরই তমলুক থানা-পুলিশ অভিজিৎ গঙ্গোপাধ্যায়সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে।

‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের’ সভাপতি মইদুল ইসলাম বলেন, ‘আমরা এত দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চাকরিখেকো হিসেবে জানতাম। সেই চাকরিখেকোর দল আমাদের শিক্ষকদের ওপর হামলা করেছে। তাই আমরা মামলা করেছি। দাবি তুলেছি অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নইলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।’