বিধানসভার নির্বাচন, ভারতের ছত্তিশগড় ও মিজোরামে ভোট গ্রহণ চলছে
ভারতের ছত্তিশগড় ও মিজোরামে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ছত্তিশগড়ে দুই দফায় ভোট হবে। আজ মঙ্গলবার চলছে প্রথম দফার ভোটগ্রহণ। আগামী ৩ ডিসেম্বর দুই রাজ্যে ভোট গণনা হবে। ওই দিন রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলেঙ্গানাতেও ভোট গণনা হওয়ার কথা রয়েছে।
ছত্তিশগড়ের বিধানসভায় আসন মোট ৯০টি। আজ ২০টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ১২টি আসন মাওবাদী–অধ্যুষিত বাস্তার অঞ্চলে। নির্বাচন ঘিরে রাজ্যটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওই অঞ্চলে ৬০ হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছে।
এই ২০ আসনের মধ্যে ২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১৭টিতে। বিজেপির ঝুলিতে গিয়েছিল দুটি আসন। এবারও ছত্তিশগড়ে বড় জয়ের প্রত্যাশা করছে কংগ্রেস।
প্রথম দফার ভোটে কংগ্রেসের মোহাম্মদ আকবর, সাবিত্রী মনোজ মান্দাভি, বিক্রম মান্দাভি, মোহন মারকাম প্রমুখ হেভিওয়েট প্রার্থী রয়েছেন। অন্যদিকে বিজেপির হয়ে লড়ছেন সাবেক মুখ্যমন্ত্রী রমণ সিং, ভাবনা বোহরা প্রমুখ।
অন্যদিকে, মিজোরামে ২০১৮ সালের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)। বিজেপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় বসে দলটি। ওই নির্বাচনে ৪০ আসনের বিধানসভায় ২৬টিতে জয় পায় এমএনএফ। কংগ্রেস পায় পাঁচটি এবং বিজেপি পায় একটি আসন।
রাজ্যে আবারও ক্ষমতায় আসার প্রত্যাশা করছে এমএনএফ। তবে এবার নতুন করে চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আঞ্চলিক জোরাম পিপল’স মুভমেন্ট এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।