কলকাতায় চোখধাঁধানো ‘দুর্গা কার্নিভ্যাল’ শুরু

কলকাতার রেড রোডে শুরু হয়েছে বর্ণাঢ্য দুর্গা কার্নিভ্যাল। শোভাযাত্রায় নেতাজি কলোনি লোল্যান্ড সর্বজনীন পূজা কমিটির ট্যাবলো। ২৭ অক্টোবর
ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় প্রতিমা বিসর্জন ঘিরে জমজমাট ‘দুর্গা কার্নিভ্যাল’ শুরু হয়েছে। দুই বছর করোনার কারণে বন্ধ থাকার পর গতবার আবার শুরু হয়েছিল এ কার্নিভ্যাল। এবার করোনাহীন কলকাতায় দুর্গাপূজায় এবং কার্নিভ্যালে মেতে উঠেছেন কলকাতাবাসী।

আজ শুক্রবার বিকেল চারটায় এই কার্নিভ্যালে যোগ দিয়েছে কলকাতার ৯৬টি সর্বজনীন পূজা কমিটি। এর মধ্যে উল্লেখযোগ্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, একডালিয়া এভারগ্রিন, কুমারটুলী সর্বজনীন, চালতাবাগান সর্বজনীন, কালীঘাটের যুব মৈত্রী সমিতি, দমদম পার্ক ভারত চক্র, দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া পূজা কমিটি, চালতাবান লোহাপট্টি, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, বাড়ৈপুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব, নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন, খিদিরপুর যুবক সংঘ, কালীঘাট মিলন সংঘ, নেতাজি কলোনি লোল্যান্ড সর্বজনীন, কালীঘাট ৬৬ পল্লি ক্লাব, রামমোহন সম্মিলনী, বড়িশা ক্লাব, সন্তোষপুর লেক পল্লি, বোসপুকুর শীতলা মন্দির, সুরুচি সংঘ, দমদম তরুণ দল, টালা প্রত্যয়।

দুর্গাপ্রতিমা বিসর্জনের আগে শোভাযাত্রা। ২৭ অক্টোবর
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভ্যালের উদ্বোধন করেন।

এবারও এই কার্নিভ্যাল দর্শনের জন্য কলকাতার রেড রোডে তৈরি করা হয় বিশেষ মঞ্চ। অতিথিদের জন্য তৈরি হয় আলাদা মঞ্চও। আমন্ত্রণপত্র বিলি হয়েছে ১৮ হাজার। কার্নিভ্যাল বা দুর্গাপ্রতিমা নিয়ে বিশেষ শোভাযাত্রায় যোগ দিয়েছেন ৯৬টি সর্বজনীন পূজা কমিটির কর্মকর্তাসহ এলাকার সংস্কৃতিকর্মী, শিল্পীরা। তাঁরা নাচগান করে এই উৎসব প্রাণময় করে তোলেন।  

দুর্গা কার্নিভ্যালের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ অক্টোবর
ছবি: ভাস্কর মুখার্জি

শোভাযাত্রা শুরু হয় কলকাতার রেড রোডের কাছে সেনাবাহিনীর পূর্বাঞ্চলের প্রধান কার্যালয় ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের কাছ থেকে। কার্নিভ্যাল উপলক্ষে কলকাতা শহরের নিরাপত্তা জোরদার করা হয়। নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রতিটি পুরস্কার বিজয়ী পূজা কমিটি এই নিরঞ্জন শোভাযাত্রায় বা কার্নিভ্যালে ব্যবহার করছে সুসজ্জিত ট্রাক বা লরি দিয়ে তৈরি বিভিন্ন ভাবনার ‘ট্যাবলো’। বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হয়েছে প্রতিটি পূজা কমিটির ট্যাবলো। এরপর এই ট্যাবলো নিয়ে বিকেলে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

মনোমুগ্ধকর এমন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন পূজা কমিটি। ২৭ অক্টোবর
ছবি: ভাস্কর মুখার্জি

রেড রোডে অতিথিদের জন্য নির্মিত মঞ্চের সামনে প্রতিটি পূজা কমিটি তাদের সদস্য ও শিল্পীদের নিয়ে প্রদর্শন ও পরিবেশন করছে নানা অনুষ্ঠান। গানবাজনা, নৃত্য থেকে বিভিন্ন ক্রীড়া কৌশলও দেখানো হয়। দেখানো হয় ছৌ নাচ, আবহ বাংলার আদিবাসী নৃত্যসহ নানা নৃত্যও। বাজানো হচ্ছে ধামসা মাদল। মোটকথা, নানা অনুষ্ঠানে একাকার আজ রেড রোড দুর্গা কার্নিভ্যালে।    

এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমা বিসর্জন করার জন্য রেড রোড ধরে নেতাজির মূর্তি, ইডেন গার্ডেন পার করে নিয়ে যাওয়া  হচ্ছে গঙ্গার তীরের বাবুঘাটে। সেখানে বিভিন্ন ঘাটে আনুষ্ঠানিকভাবে নিরঞ্জন হবে প্রতিমার।

কার্নিভ্যালে বিভিন্ন পূজা কমিটির দুর্গাপ্রতিমা সজ্জিত করা হয়েছে বর্ণাঢ্য সাজে। একটু পরই হবে বিসর্জন। ২৭ অক্টোবর
ছবি: ভাস্কর মুখার্জি

২০২১ সালের ডিসেম্বর মাসে ইউনেসকো কলকাতার এই দুর্গোৎসবকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই দেওয়ার পর এই কার্নিভ্যাল নতুন মাত্রা পায়। রাজ্যে এবার ৪০ হাজার দুর্গাপূজা হয়েছে। আর কলকাতায় হয়েছে প্রায় ৩ হাজার।