প্রেমিকার সঙ্গে বন্ধুর সময় কাটানোর সুযোগ দিতে উদ্ভট কাণ্ড!
বন্ধুর প্রেম গড়ার ক্ষেত্রে অন্য বন্ধুদের অবদানের অন্ত থাকে না। একান্তে সময় কাটাতে বন্ধুদের দল থেকে তাঁদের একটু আলাদা করে দেওয়া থেকে শুরু করে চিঠি বা খবর আদান–প্রদানের কাজ বন্ধুরা উৎসাহ নিয়ে করেন। এমন ঘটনা বহুকাল ধরে চলে আসছে। কিন্তু প্রেমিকাদের সঙ্গে যেন দুই বন্ধু আরেকটু বেশি সময় কাটাতে পারেন, সেই সুযোগ দিতে ভয়ংকর এক কাণ্ড করে ফেলেছেন আরেক বন্ধু।
প্রেমিকারা দুই বন্ধুর সঙ্গে দেখা করে উড়োজাহাজে ফিরে যাবেন। প্রেমিকাদের দুই বন্ধুর আরেকটু কাছে রাখতে তাঁদের যাওয়া দেরি করে দিতে ফন্দি আঁটেন আরেক বন্ধু। তিনি ওই উড়োজাহাজে বোমা আছে জানিয়ে উড়োজাহাজ কর্তৃপক্ষকে মুঠোফোনে কল করেন। এ খবর পেয়ে আতঙ্কে ফ্লাইট আপাতত স্থগিত করে দিয়ে তল্লাশি চালানো হয়। কিন্তু উড়োজাহাজে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। এ ঘটনার জেরে গ্রেপ্তারও হয়েছেন তিনি।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দিল্লি থেকে পুনেগামী স্পাইসজেটের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিনব প্রকাশ নামের ২৪ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রিটিশ এয়ারওয়েজে টিকিট কাউন্টারের একজন প্রশিক্ষণার্থী।
নাম প্রকাশ না করার শর্তে স্পাইসজেটের এক মুখপাত্র বলেছেন, নিরাপত্তা কর্মকর্তা উড়োজাহাজে ব্যাপক তল্লাশি চালিয়েছেন। সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। পরে ওই ফোন কলটিকে প্রতারণা বলে ঘোষণা দেওয়া হয়েছে।
পরে মুঠোফোনে কল করা ওই ব্যক্তিকে খুঁজে বের করতে দিল্লি পুলিশ একটি বিশেষ দল গঠন করে। ফোন নম্বর ট্র্যাক করে পরে অভিনব প্রকাশকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর অভিনব প্রকাশ স্বীকার করেছেন, দুই বন্ধুর দুই প্রেমিকা ওই উড়োজাহাজে পুনে চলে যাচ্ছিলেন। তাঁদের যাওয়া কিছুটা সময় পিছিয়ে দিয়ে বন্ধুদের সঙ্গে থাকার সময় করে দিতেই তিনি ভুয়া বার্তা দিয়ে ওই ফোন কলটি করেছিলেন।
জিজ্ঞাসাবাদে অভিনব প্রকাশ বলেছেন, তাঁর ছোটবেলার দুই বন্ধু রাকেশ ও কুনাল শেহরাওয়াত সম্প্রতি মানালি ভ্রমণে গিয়ে ওই দুই তরুণীর সঙ্গে দেখা করেছিলেন। দুই তরুণীর বন্ধুদের রেখে স্পাইসজেটের এই ফ্লাইটে পুনে যাওয়ার কথা।
পুলিশ বলেছে, দুই বন্ধু রাকেশ ও কুনাল অভিনব প্রকাশকে জানিয়েছিলেন, তাঁরা তাঁদের প্রেমিকার সঙ্গে আরও কিছু সময় কাটাতে চান। এ কারণে তাঁরা অভিনবকে ফ্লাইট দেরি করানোর উপায় ভাবতে বলেছিলেন। এরপর তাঁরা তিন বন্ধু মিলে স্পাইসজেট এয়ারলাইনসের কল সেন্টারে ভুয়া বোমা আছে বলে কল করার ষড়যন্ত্র করেন।
প্রেমিকার সঙ্গে আরও কিছু সময় কাটাবেন বলে দুই বন্ধু অভিনবকে ফ্লাইট দেরি করানোর উপায় ভাবতে বলেছিলেন। এরপর তাঁরা তিন বন্ধু মিলে স্পাইসজেট এয়ারলাইনসের কল সেন্টারে ভুয়া বোমা আছে বলে কল করার ষড়যন্ত্র করেন।
গতকাল স্পাইসজেট এয়ারলাইনসের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, দিল্লি–পুনে ফ্লাইটটি আইজিআই বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উড়ে যাওয়ার কথা ছিল। ওড়ার কয়েক মিনিট আগে ফ্লাইটে বোমা থাকার বিষয়ে ফোন কলটি আসে। এরপর উড়োজাহাজটি নির্জন একটি এলাকায় নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়।