কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা

কলকাতার মোহরকুঞ্জে বইমেলার আয়োজন করা হতো
ফাইল ছবি: ভাস্কর মুখার্জি

আগামী ২ ডিসেম্বর থেকে কলকাতায় বাংলাদেশের একক বইমেলা শুরু হচ্ছে। কলকাতার কলেজ স্কয়ার ও কলেজ স্ট্রিটে মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। আগে কলকাতার রবীন্দ্রসদনের উল্টো দিকে মোহরকুঞ্জে এ মেলার আয়োজন করা হতো।

গতকাল সোমবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা ও কলকাতার বিশিষ্টজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অনুষ্ঠানে যোগ দেবেন।

এবার বাংলাদেশ বইমেলার দশম আসর বসছে। বাংলাদেশে প্রকাশিত নানা বইয়ের বিপুল সম্ভার নিয়ে মেলায় ৭৫টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে।

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন বইমেলার আয়োজন করেছে। সহযোগিতায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলার ব্যবস্থাপনায় আছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি।