ভারতের চালকের হার্ট অ্যাটাক, বাসের ধাক্কায় উল্টে গেল কয়েকটি যানবাহন

চলন্ত বাসটি আশপাশে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিতে থাকে
ছবি: টুইটার

বাস চলছে। হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হন (হার্ট অ্যাটাক) চালক। ঢলে পড়েন স্টিয়ারিং হুইলের ওপর। চলন্ত বাসটি তখন নিয়ন্ত্রণ হারিয়ে আশপাশে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিতে থাকে। এতে একজন এবং বেশ কয়েকজন আহত হন। হার্ট অ্যাটাকের কারণে চালকও মারা গেছেন। মধ্যপ্রদেশ রাজ্যের জাবালপুরে একটি ট্রাফিক সিগন্যালের ঘটনা এটি। স্থানীয় পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

ট্রাফিক সিগন্যালে থাকা সিসি ক্যামেরায় ভয়াবহ সে দৃশ্য ধরা পড়েছে। পুলিশ সূত্র বলছে, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে বাসটি অপেক্ষাকৃত ধীরগতিতে চলায় তেমন কিছু ঘটেনি, তা ছাড়া বাসটির মেঝের অংশটি নিচু হওয়ার কারণে ধাক্কা খাওয়া মানুষেরা এর নিচে চলে যাননি। সর্বশেষ একটি বিদ্যুচ্চালিত রিকশাকে ধাক্কা দেওয়ার পর পর বাসটি থেমেছে।

পুলিশ বলছে, বাসে থাকা যাত্রী এবং বিদ্যুচ্চালিত রিকশার দুই শিশু আরোহীসহ ছয়জন গুরুতর আহত হয়েছেন আহত এক বয়স্ক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনডিটিভি বলছে, ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা।

৬০ বছর বয়সী চালক হারদেব পল এক দশক ধরে সিটি মেট্রো বাস সার্ভিসে চালক হিসেবে নিযুক্ত ছিলেন।