ঝাড়খন্ডের মন্ত্রীর ব্যক্তিগত সচিবের গৃহ সহকারীর বাড়িতে ‘অর্থের পাহাড়’

ইডির অভিযানে জব্দ হওয়া বিপুল অর্থছবি: এএনআই

ভারতের আর্থিক দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আজ সোমবার ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচির একাধিক স্থানে অভিযান চালিয়েছে। অভিযানে ২৫ কোটি রুপি বেহিসাবি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

ঝাড়খন্ডের গ্রামোন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়িতেও অভিযান চালায় ইডি। এই অভিযানের ভিডিও ফুটেজে গৃহ সহকারীর বাড়ির একটি কক্ষে নগদ অর্থের পাহাড় দেখানো হয়।

আনন্দবাজার পত্রিকার অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বাড়িটি থেকে ২০ কোটি রুপি জব্দ করেছে ইডি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ৭০ বছর বয়সী আলমগীর একজন কংগ্রেস নেতা। তিনি ঝাড়খন্ডের পাকুড় আসনের বিধায়ক।

ইডির অভিযানে বিপুল অর্থ উদ্ধারের খবরের প্রতিক্রিয়ায় ঝাড়খন্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব বলেছেন, রাজ্যে দুর্নীতির শেষ নেই। এখন এই অর্থ উদ্ধারের ঘটনা ইঙ্গিত দেয়, চলমান লোকসভা নির্বাচনে তা ব্যয় করার পরিকল্পনা আছে। নির্বাচন কমিশনের উচিত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে ইডি অভিযানগুলো চালাচ্ছে।

ইডি বলছে, অর্থ তছরুপ মামলায় ঝাড়খন্ড গ্রামোন্নয়ন বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী বীরেন্দ্র রামের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিশানা করে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে ঝাড়খন্ডের গ্রামোন্নয়নমন্ত্রী আলমগীরের ব্যক্তিগত সচিব সঞ্জীবের গৃহ সহকারীর বাড়িতে অভিযান চালানো হয়।

মানি লন্ডারিং মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে বীরেন্দ্রকে গ্রেপ্তার করে ইডি।