ভারতে টানেলে আটকা ৪০ জন উদ্ধার হননি ৬ দিনেও

গত শনিবার সুড়ঙ্গে ধসের ঘটনার পর থেকে চলছে উদ্ধারকাজ
ছবি: রয়টার্স

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন একটি সুড়ঙ্গ (টানেল) ধসে আটকা পড়া ৪০ শ্রমিককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গত শনিবার এ সুড়ঙ্গে ধস নামে। আজ শুক্রবার উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অর্ধেক পর্যন্ত খনন করেছেন তাঁরা। উদ্ধারকাজে আরও সময় প্রয়োজন তাঁদের।

আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের লক্ষ্যে যেখানে ধসের ঘটনা ঘটেছে, তার পাশ দিয়ে একটি সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ওই সুড়ঙ্গ দিয়ে পাঠানো হবে পাইপ। আর সেটির সাহায্যে শ্রমিকদের ওপরে নিয়ে আসার চেষ্টা চালানো হবে।

সুড়ঙ্গ খননের জন্য গত বুধবার দিল্লি থেকে বিমানবাহিনীর উড়োজাহাজে করে একটি বিশালাকার খননযন্ত্র আনা হয়। তবে খননের সময় বড় প্রস্তরখণ্ডে (বোল্ডার) আঘাত হানার কারণে সেটি খননে ব্যর্থ হয়। উড়োজাহাজে দ্বিতীয় একটি খননযন্ত্র আনা হচ্ছে বলে গতকাল জানান কর্মকর্তারা।

সরকারের সড়ক ও অবকাঠামো করপোরেশনের পরিচালক আনশু মনীষ আজ সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ২৪ মিটার (৭৮ ফুট) সুড়ঙ্গ খনন করা হয়েছে। আটকা পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য আরও ৩৬ মিটার (১১৮ ফুট) খনন করতে হবে। এর জন্য সময় লাগবে।