অরুণাচল প্রদেশে অমিত শাহর সফরে ঘোর আপত্তি চীনের

অমিত শাহ
এএনআই

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অরুণাচল প্রদেশ সফরে ঘোর আপত্তি জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ সোমবার এ সফরসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে বলেন, জাংনান (অরুণাচল প্রদেশকে চীন এ নামেই ডাকে) চীনের অংশ। ভারতের কোনো সরকারি কর্তার সেখানে যাওয়ার অর্থ চীনের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করা। এ সফর শান্তি ও সীমান্ত পরিস্থিতি অনুকূলে রাখার পক্ষে সহায়ক হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুই দিনের সফরে আজ সোমবার থেকে অরুণাচল প্রদেশে রয়েছেন। সেখানে সীমান্তবর্তী অঞ্চলের কিবিথু গ্রামে ‘ভাইব্র্যান্ট ভিলেজ কর্মসূচির’ উদ্বোধন করবেন তিনি।


চীন দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি জানিয়ে আসছে। তারা ওই রাজ্যে ভারতীয় নেতাদের সফরের বিরোধিতাও সব সময় করে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিব্বতি ধর্মগুরু দলাই লামার সফরের সময় তীব্র আপত্তি জানিয়েছে। এবার অমিত শাহর প্রথম অরুণাচল সফরের দিনেও একই আপত্তি জানায় চীন।

আপত্তি জানানোর পাশাপাশি চীন অন্যভাবেও তাদের অসন্তোষ প্রকাশ করেছে। অনেক দিন ধরেই তারা অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নতুন নামকরণ করে চলেছে। গত সপ্তাহেও তারা ওই রাজ্যের ১১টি এলাকার চীনা নাম ঘোষণা করে। তার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। চীনের নতুন নামকরণ বাস্তবতার বদল ঘটাতে পারবে না।

অরুণাচল প্রদেশ চীনের কাছে এতটাই স্পর্শকাতর যে সম্প্রতি সেখানে জি-২০ দেশগুলোর এক সম্মেলনে ৫০ জন আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকলেও চীন অংশ নেয়নি। ওই সম্মেলনের পরই তারা গত সপ্তাহে ১১টি এলাকার নাম বদলের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল।

অমিত শাহ এ সফরে অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী লিকাবালি এলাকায় ইন্দো টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) এক অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন।