স্ত্রীকে বিবস্ত্র করে ঘোরানো হলো রাজস্থানের গ্রামে

নারী নির্যাতনের প্রতীকী ছবি

ভারতের রাজস্থান রাজ্যের প্রতাপগড় জেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক নারীকে মারধরের পর বিবস্ত্র করে পুরো গ্রামে ঘোরানো হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ওই নারীর অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ ছিল তাঁর স্বামীর। এর জেরেই তিনি এ কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

একটি ভিডিওতে দেখা গেছে, নিজেদের বাড়ির বাইরে ২১ বছর বয়সী ওই নারীর পোশাক খুলে নিচ্ছেন তাঁর স্বামী। এরপর তাঁকে বিবস্ত্র অবস্থায় গ্রামে ঘোরানো হয়। এ সময় তাঁকে সাহায্য চাইতে দেখা যায়। এ ঘটনায় ওই নারীর স্বামীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক আরও চারজন।

এ নিয়ে রাজস্থান পুলিশের মহাপরিচালক (ডিজিপি) উমেশ মিশ্র বলেন, বিবাহিত হওয়ার পরও ওই নারী আরেক ব্যক্তির সঙ্গে বসবাস করছিলেন। এতে অসন্তুষ্ট হয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে অপহরণ করে নিজেদের এলাকায় নিয়ে আসেন। সেখানেই তাঁকে মারধর ও বিবস্ত্র করে গ্রামে ঘোরানো হয়।

এদিকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, এ বিষয়ে শক্ত পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সভ্য সমাজে এমন অপরাধীদের কোনো স্থান নেই। তাদের শিগগিরই কারাগারে পাঠানো হবে এবং দ্রুত বিচারের মাধ্যমে সাজা দেওয়া হবে।