দুর্গাপূজায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা হয়নি, বেড়েছে আসামে: বিডিএফ

বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের (বিডিএফ) মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়
ছবি: ইনস্টাগ্রাম

ভারতের আসামে পৃথক রাজ্যের আন্দোলনের দাবিতে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের (বিডিএফ) মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, আসামে ভাষাগত সংখ্যালঘু বাঙালিদের ওপর দুর্গাপূজায় যে হামলা হয়েছে, তা নিয়ে কোনো আলাপ-আলোচনাই এ দেশে হয় না।

বরাক উপত্যকার শিলচরে বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে গিয়ে গতকাল সোমবার এ কথা জানান প্রদীপ দত্ত রায়।

প্রদীপ দত্ত রায় অভিযোগ তুলে বলেন, এবারের দুর্গাপূজায় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কোনো হামলা হয়নি। ভারতের আসাম রাজ্যে ১ কোটি ২০ লাখ বাঙালি বসবাস করে।

সেখানে ২৪টি পূজা মণ্ডপে বাংলা ব্যানার টেনে নামিয়েছে এবং মণ্ডপসজ্জা নষ্ট করেছে দুষ্কৃতকারীরা। এক মাস আগে দুর্গাপূজা হয়েছে, আজ পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। কারও বিচার হয়নি।

বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দল আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রদীপ দত্ত রায় বলেন, ‘এবারের দুর্গাপূজা এটা প্রমাণ করে, আওয়ামী লীগ সরকারের ধর্মনিরপেক্ষ একটা ভূমিকা এখন পর্যন্ত রয়েছে এবং তা বজায় রাখতেও প্রধানমন্ত্রী তৎপর। আমরা আশা করতে পারি, আগামী দিনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা কখনোই বিঘ্নিত হবে না।’

বাঙালি–অধ্যুষিত এবং বাংলাদেশ লাগোয়া বরাক উপত্যকায় পৃথক রাজ্যের আন্দোলনে বর্তমানে সরব বিডিএফ। সেখানে বাঙালিদের বিরুদ্ধে বৈষম্য বাড়ছে, বাঙালিদের রাজনৈতিক প্রভাব কমছে এবং বরাক উপত্যকায় বিধানসভার আসন ধীরে ধীরে কমিয়ে ফেলা হচ্ছে বলে বিডিএফ অভিযোগ তুলেছে। এ অভিযোগের ভিত্তিতে কয়েক মাস ধরে তারা সেখানে পৃথক বাংলাভাষী রাজ্যের দাবিতে সরব।