এবারের লোকসভা নির্বাচনে কম ভোট পড়বে বলে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা উড়িয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশন দাবি করেছে, এবারের লোকসভা নির্বাচনে রেকর্ড গড়া ৬৪ কোটি ২০ লাখ ভোট পড়েছে। ১ জুন শনিবার দেশটিতে সপ্তম দফার ভোট গ্রহণের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শুরু হয় ১৯ এপ্রিল। আজ মঙ্গলবার ভোট গণনা শুরু হবে। দেশটির বিরোধী দলগুলো ভোট গণনা নিয়ে তাদের উদ্বেগ জানিয়ে আসছে।
এবারের নির্বাচনে বড় ব্যবধানে জিতে ভারতের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে পারেন। ভোট শেষে প্রকাশিত বিভিন্ন বুথফেরত জরিপে এমন আভাস পাওয়া যাচ্ছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘আমরা ৬৪ কোটি ২০ লাখ ভারতীয় ভোটারের রেকর্ড গড়েছি। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি আরও বলেন, ভোট গণনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সব কাজ স্বচ্ছভাবে হবে। তারপরও যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০১৯ সালে ৬১ কোটি ২০ লাখ ভোট পড়েছিল। তবে ওই সময়ের চেয়ে এবার ভোট বেশি পড়লেও ভোট পড়ার হার ১ পয়েন্ট কম। ওই সময় ভোট পড়ার হার ছিল ৬৭ দশমিক ৪। ভারতের নিবন্ধিত ৯৬ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে প্রথম ধাপগুলোতে ভোট পড়ার হার অনেক কম ছিল। বিশ্লেষকেরা বলেন, ওই সময় ভোটারদের ভোটকেন্দ্রে টেনে আনতে তেমন কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ছিল না। এ ছাড়া ওই সময় ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছিল।
বিরোধী ইন্ডিয়া জোট ও কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ভোট গণনার ক্ষেত্রে কমিশনকে নিয়ম মেনে চলার আহ্বান জানানোর পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ মন্তব্য করা হয়। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পুরোনো পদ্ধতি; অর্থাৎ আগে পোস্টাল ব্যালট গুনে শেষ করার পর ইভিএমের ভোট গণনার জন্য দাবি জানানো হয়েছে।
এর আগে বিরোধী দলগুলো নির্বাচনী প্রচারের সময় বিধিমালা লঙ্ঘন করায় বিজেপির পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছে। কয়েকজন নেতা ইভিএমে ভোট গণনা নিয়েও আশঙ্কার কথা বলেছেন। কিন্তু নির্বাচন কমিশন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।