নরেন্দ্র মোদি আজ ত্রিপুরা সফরে যাচ্ছেন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার এক দিনের সফরে ত্রিপুরায় যাচ্ছেন। তিনি ত্রিপুরার ধলাই জেলার আমবাসা ও গোমতী জেলার উদয়পুরে দুটি জনসভায় অংশ নেবেন। ২০২৩-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি এই সফর করছেন।
রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপির লক্ষ্য প্রতিটি সভাতে ৫০ হাজারের বেশি মানুষকে হাজির করা।
তবে ১৬ ফেব্রুয়ারি নির্বাচনের আগে ত্রিপুরায় এটাই প্রধানমন্ত্রীর শেষ সফর নয়। ১৩ ফেব্রুয়ারি তিনি আবারও ত্রিপুরায় যাবেন। সেদিন আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে ভাষণ দেবেন বলে জানা গেছে।
ত্রিপুরায় বিজেপি উদ্বেগের মধ্যে আছে। বিজেপির ক্ষুব্ধ নেতা-কর্মীদের একাংশের বক্তব্য, ২০১৮ সালে ২৫ বছরের বাম ফ্রন্টের শাসনের পর সাধারণ মানুষ বলতে শুরু করেছিলেন যে তাঁরা বিজেপিকে ভোট দেবেন। কিন্তু সেটা এবার হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে বিজেপির এক ক্ষুব্ধ নেতা প্রথম আলোকে বলেন, ‘এবারে মানুষ একেবারে চুপচাপ আছেন, যা থেকে ধরে নেওয়া যেতে পারে, তাঁরা ক্ষমতাসীন বিজেপিকে ভোট দেবেন না। রাজ্যে ধারাবাহিকভাবে বিজেপির শীর্ষ নেতারা আসছেন, কিন্তু জনসভায় ভিড় হচ্ছে না। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন দুই দিন আগে। জনসভায় খুব কম ভিড় দেখে মাত্র আট মিনিটের মধ্যে সভা শেষ করে তিনি চলে যান।’
বিজেপির ওই নেতা আরও বলেন, প্রধানমন্ত্রীর সভার জন্য অন্যান্য জেলা থেকে লোক আমবাসা এবং ধলাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল শুক্রবার ধূপছড়া নামের এক জায়গায় ভিড় না হওয়ার কারণে সভা করেননি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
এ অবস্থায় রাজ্য দলের নেতা-কর্মীদের মনোবল বাড়াতেই নির্বাচনের ঠিক আগে পরপর দুবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ভোটের প্রচারে এই নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো ত্রিপুরায় যাচ্ছেন। এ ছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক আলোচনায় ত্রিপুরা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, রাজ্যে গত পাঁচ বছরে ব্যাপক উন্নতি হয়েছে। তিন লাখ পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উন্নয়নের মডেলের কথা প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘ প্রায় তিন দশক পর ভারতের কোনো প্রধানমন্ত্রী ধোলাই জেলায় আসছেন। এ নিয়ে জেলায় ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। ১৯৯৫ সালে নতুন জেলা গঠিত হওয়ার পর কোনো প্রধানমন্ত্রী ধলাইয়ে আসেননি।