বৃষ্টিতে পানির নিচে কলকাতার অনেক এলাকা
দুই দিনের টানা বৃষ্টিতে ডুবে গেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অনেক এলাকা। বিভিন্ন সড়কে পানি জমে গেছে। যানবাহন চলাচল অনেকাংশে বন্ধ হয়েছে বহু সড়কে। পানিতে ডুবে গেছে কলকাতার আশপাশের বহু এলাকাসহ শস্যখেত। কলকাতা পৌরসভা পাম্প চালিয়ে রাস্তার পানি সরিয়ে দেওয়ার কাজে নেমেছে।
পানিতে ভাসছে রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাও। বিভিন্ন বাঁধ থেকে পানি ছাড়া হয়েছে। জলপাইগুড়ির তিস্তা নদীসংলগ্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। লাল সতর্কতা জারি হয়েছে দীঘাসহ দক্ষিণ চব্বিশ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরে আসতে বলা হয়েছে, সেই সঙ্গে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে।
কলকাতার লেক টাউন, গলফ গ্রিন, উল্টোডাঙ্গা, হরিপাল, বাড়ৈপুর, রাজাবাজার, বেহালা, গার্ডেন রিচ , টালিগঞ্জ, বালিগঞ্জ, কলেজ স্ট্রিটসহ কলকাতার বিভিন্ন সড়ক ডুবে গেছে। এসব সড়ক দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। কিছু বিছু এলাকায় যানবাহন চলাচল বন্ধ হলে নামানো হয়েছে নৌকা।
কলকাতার অনেক সড়কে প্রায় বন্ধ হয়ে গেছে বাস, হাতে টানা রিকশা ও যানবাহন চলাচল। বহু রাস্তায় ট্যাক্সি চলাচল করছে না। হাতে টানা রিকশা দু–একটি দেখা গেলেও ভাড়া চাইছে প্রচুর। তবে দু–একটি বাস এই জলাবদ্ধতার মধ্যেও চলছে। শিয়ালদহ, ক্যানিং, বনগাঁ, বজবজসহ মেইন লাইন ও হাওড়ার বিভিন্ন রেললাইনে পানি ঢুকে পড়ায় রেল চলাচল ব্যাহত হচ্ছে।
রাজ্যের কোচবিহার, মালদহ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, হাওড়া, হুগলির বিভিন্ন এলাকার সড়ক ও ফসলের খেত ডুবে গেছে।