বিজেপির কার্যালয়ে পুরি-লাড্ডু তৈরির ধুম, কংগ্রেসের ছোলে ভাটুরে

বিজেপি ও কংগ্রেস উভয়ে নিজ নিজ দলীয় কার্যালয়ে উদ্‌যাপন শুরু করে দিয়েছেছবি: এএনআই

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেস।

এই আত্মবিশ্বাস থেকে বিজেপি ও কংগ্রেস উভয় দল ইতিমধ্যে নিজ নিজ দলীয় কার্যালয়ে উদ্‌যাপন শুরু করে দিয়েছে।

সাত দফায় অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার গণনা করা হচ্ছে।

ভোটের ফলাফল কী হবে, আজ সেদিকে নজর সবার। সবার মনে প্রশ্ন, টানা তৃতীয়বার কি সরকার গড়বে বিজেপি? প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি কি হ্যাটট্রিক করবেন? নাকি কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা ফিরবে ক্ষমতায়?

নির্বাচনে দল বিপুল বিজয় অর্জন করতে যাচ্ছে—এমন প্রত্যাশায় উদ্‌যাপনের আমেজে চলে গেছে বিজেপি। এর অংশ হিসেবে নয়াদিল্লিতে বিজেপির কার্যালয়ে প্রচুর পরিমাণে পুরি ও লাড্ডু তৈরি করা হচ্ছে।

অন্যদিকে বিরোধী কংগ্রেসের সদর দপ্তরেও উৎসবের আমেজ লেগে গেছে। সেখানে দেদার ছোলে ভাটুরে তৈরি করা হচ্ছে।

লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। গত শনিবার ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপের আভাস, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।