দশ বছর পর কংগ্রেস ১০০ আসন পাওয়ার পথে

কংগ্রেসের প্রতীক

১০ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। আর এর আগেরবার অর্থাৎ ২০১৯ সালের নির্বাচনে এ দলের ভাগ্যে জুটেছিল ৫২ আসন। সেই কংগ্রেস এবারের নির্বাচনে ১০০ আসনের কাছাকাছি পৌঁছে গেছে।

আজ মঙ্গলবার বিকেল চারটার (বাংলাদেশ সময়) দিকে কংগ্রেস ৯৭ আসনে এগিয়ে ছিল। এ দলের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ জোট পেয়েছিল ২০৬ আসন।

এখন কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট দুই শতাধিক আসনে এগিয়ে। ইনডিয়া জোট গঠিত হয়েছিল ২০২৩ সালের জুন মাসে।

এখন পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে। ভোট গণনার শুরুতে এ জোট অনেকটা এগিয়ে থাকলেও দিন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি জোটের আসন কমতে থাকে।

ভারতের এবারের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার ভোট গ্রহণ শেষ হয় ১ জুন। সেদিনই বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার দেওয়া বুথফেরত জরিপে এনডিএ জোটের বিপুল বিজয়ের কথা বলা হয়। কোনো কোনো জরিপে ৪০০–এর কাছাকাছি পৌঁছে দেওয়া হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে। কিন্তু বুথফেরত জরিপের ফলাফলকে কার্যত ভুল প্রমাণ করে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সাফল্য বিস্ময়কর হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও শুরু থেকেই কংগ্রেস নেতারা বুথফেরত জরিপের ফলাফলকে প্রত্যাখ্যান করেছিলেন। তাঁরা যে ঠিক ছিলেন, এখনকার ফলাফল তা–ই প্রমাণ করছে।