বারানসিতে মোদির বিরুদ্ধে লড়ার ঘোষণা কৌতুকাভিনেতা রঙ্গিলার
ভারতের লোকসভা নির্বাচনে বারানসি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলা।
গতকাল বুধবার রঙ্গিলা এ ঘোষণা দেন। তিনি মূলত মোদির ‘নকল’ করেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। এখন ভোটে সেই মোদিকেই চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রঙ্গিলা বলেন, উত্তর প্রদেশের বারানসি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর সবার কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন, তাতে তিনি উচ্ছ্বসিত।
রঙ্গিলা আরও বলেন, তিনি বারানসিতে যাওয়ার পর সবার উদ্দেশে শিগগির একটা ভিডিও বার্তা দেবেন। এর মাধ্যমে তিনি মনোনয়ন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে তাঁর মতামত তুলে ধরবেন।
আগে এক এক্স পোস্টে রঙ্গিলা বলেছিলেন, তিনি বারানসি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কারণ, এখন কেউ নিশ্চিত নন যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রঙ্গিলা বলেন, ২০১৪ সালে তিনি প্রধানমন্ত্রী মোদির অনুসারী ছিলেন। মোদিকে সমর্থন করে তিনি অনেক ভিডিও শেয়ার করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করা হয়েছে। এসব ভিডিও দেখে কেউ বলতে পারেন, তিনি আগামী ৭০ বছর শুধু বিজেপিকেই ভোট দেবেন। কিন্তু গত ১০ বছরে পরিস্থিতি বদলে গেছে। তিনি এখন প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রঙ্গিলা আরও বলেন, তাঁর প্রার্থিতা বারানসির ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিকল্প প্রার্থী বাছাইয়ের সুযোগ দেবে, যে ধরনের সুযোগ সুরাট ও ইন্দোর আসনে নেই। তাই তিনি চলতি সপ্তাহেই বারানসিতে যাবেন। প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন।
গত ২৫ এপ্রিল রঙ্গিলা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীদের কাছে জানতে চেয়েছিলেন, তিনি বারানসি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন কি না।