ভারতে ভেজাল মদ পান করে ১৪ জনের মৃত্যু
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশের তথ্যমতে, অমৃতসরের ছয়টি গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে। গ্রামগুলো হলো ভাঙ্গালি, পাতালপুরি, মারারি কালান, থেরেওয়াল ও তালওয়ান্দি গুমান। ভেজাল মদ পান করে অসুস্থ হয়ে পড়া আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অমৃতসরের উপকমিশনার সাক্ষী সহনি ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের জ্যেষ্ঠ সুপার মনিন্দ্র সিং। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামিরা হলেন প্রাভজিৎ সিং, কুলবীর সিং, সাহেব সিং, গুরজান্ত সিং ও নিন্দার কাউর।