রাহুলের সঙ্গে সাক্ষাতের আগে ওজন কমাতে বলা হয়েছিল: অভিযোগ কংগ্রেস নেতার

জিশান সিদ্দিক-ছবি: এএনআই

ভারতের মহারাষ্ট্র কংগ্রেসের যুব শাখার এক নেতা দাবি করেছেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। তাঁকে বলা হয়েছে, রাহুলের সঙ্গে দেখা করার আগে তাঁকে শরীরের ওজন কমাতে হবে।

ভারতের মহারাষ্ট্রের সাবেক কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকি। গত বুধবার মুম্বাই কংগ্রেসের যুব শাখা থেকে তাঁকে বাদ দেওয়া হয়।  

জিশান দাবি করেন, কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ মহারাষ্ট্রের নান্দেদে এলে তিনি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। তখন রাহুলের কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি তাঁকে জানান, কংগ্রেসের ওই নেতার সঙ্গে দেখা করতে হলে তাঁকে আগে ১০ কেজি ওজন কমাতে হবে।  

কংগ্রেস নেতাদের বিরুদ্ধে জিশানের অভিযোগ এখানেই থেমে থাকেনি। ৩১ বছর বয়সী এই ছাত্রনেতা কংগ্রেসের মধ্যে সংখ্যালঘু নেতার সঙ্গে বৈষম্যেরও অভিযোগ তোলেন। তিনি দলের বিরুদ্ধে বৈষম্য ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অভিযোগ আনেন।

জিশান বলেন, ‘কংগ্রেসের মধ্যে সংখ্যালঘু নেতা-কর্মীদের সঙ্গে এমন আচরণ দুর্ভাগ্যজনক। কংগ্রেস ও মুম্বাই যুব কংগ্রেসের মতো দেশের অন্যান্য অঞ্চলেও এমন সাম্প্রদায়িকতা রয়েছে। কংগ্রেসে কি মুসলিম হওয়া পাপের? আমি কেন লক্ষ্যবস্তু হচ্ছি, দলকে সে জবাব দিতে হবে। আমি কেবল মুসলমান হওয়ার কারণেই কি এমন হচ্ছে?

জিশানের পিতা বাবা সিদ্দিকি কংগ্রেস থেকে পদত্যাগ করার পর গত বুধবার মুম্বাই যুব কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বাবা সিদ্দিকি অজিত পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনাল কংগ্রেস পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। প্রায় ৫০ বছর কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

পূর্ব বান্দ্রা থেকে মহারাষ্ট্র রাজ্য বিধানসভার এমএলএ নির্বাচিত জিশান দাবি করেন, মুম্বাই যুব কংগ্রেস থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে দলীয় বিধিবিধান মানা হয়নি। প্রায় ৯০ শতাংশ ভোট পেয়ে তিনি যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেও তাঁকে প্রায় ৯ মাস পর ওই পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

জিশান অভিযোগ করেন, এমনকি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্বাধীনভাবে তাঁর দায়দায়িত্ব পালন করতে পারেন না।

৩১ বছর বয়সী জিশান শিবসেনার উদ্ধভ ঠাকরে অংশের সঙ্গে কংগ্রেসের জোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এক সমাবেশে উদ্ধভ বাবরি মসজিদ ধ্বংসের প্রশংসা করেছেন।