ভোটের দিনে কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মুসলমানদের আক্রমণ বিজেপির

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোগোছবি: এক্স থেকে নেওয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যকে সমর্থন করেই এবার মসুলমানদের আক্রমণ করেছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন আজ শুক্রবার প্রধান বিরোধী দল কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে তারা মুসলমানদের আক্রমণ করল।

আজ বিজেপির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে কংগ্রেসকে আক্রমণ করা হয়। আগের ধারাবাহিকতায় বিজেপি আজকের আক্রমণেও মুসলমান ইস্যু ব্যবহার করেছে।

বিজেপির পোস্টে বলা হয়, ২০০৯ সালের এপ্রিলে লোকসভা নির্বাচনের সময় তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর বক্তব্য বলেছিলেন, ভারতে সংখ্যালঘুদের, বিশেষ করে দরিদ্র মুসলমানদের দেশের সম্পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত।

মনমোহন সিংয়ের এই দ্ব্যর্থহীন বক্তব্য কংগ্রেসের মিথ্যা গুজব এবং তাঁর আগের বিবৃতির বিষয়ে দলটির ব্যাখ্যাকে খারিজ করে দেয়।

বিজেপির পোস্টে বলা হয়, এটি তাদের দাবিকে সমর্থন করে যে মুসলমানদের প্রতি অগ্রাধিকারমূলক আচরণ কংগ্রেসের একটি স্পষ্ট নীতি।

সংরক্ষণ (কোটা) থেকে সম্পদ—সবকিছুতেই মুসলমানদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে কংগ্রেসের মানসিকতার আরও প্রমাণ হাজির করে এই বিষয়টি।

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতে এবার ১৮তম লোকসভা নির্বাচন হচ্ছে। দেশটিতে মোট সাত দফায় এই ভোট হচ্ছে।

প্রথম দফা ভোট হয় ১৯ এপ্রিল। আজ হচ্ছে দ্বিতীয় দফার ভোট। আজ ভোট হচ্ছে লোকসভার ৮৮ আসনে।

প্রথম দফার ভোটের পর প্রথমে রাজস্থানের বাঁশবাড়া এবং পরে উত্তর প্রদেশের আলিগড়ের জনসভায় কংগ্রেসের বিরুদ্ধে বিতর্কিত অভিযোগ আনেন ক্ষমতাসীন দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে বলেছে, ক্ষমতায় এলে তারা দেশের মানুষের কষ্টার্জিত সম্পত্তি দখল করে মুসলমানদের মধ্যে বিলি-বাঁটোয়ারা করে দেবে। এই অভিযোগ করার সময় মুসলমানদের ‘অনুপ্রবেশকারী’ বলেন মোদি।