ভারতে নতুন রকেট উৎক্ষেপণ ব্যর্থ, কৃত্রিম উপগ্রহ কাজে লাগছে না

উৎক্ষেপণের আগে এসএসএলভি-ডি১ রকেট
ছবি: টুইটার থেকে নেওয়া

ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন উপলক্ষে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫০ শিক্ষার্থী মিলে দুটি কৃত্রিম উপগ্রহের নকশা করেছিল। রোববার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে এসএসএলভি-ডি১ নামের রকেট তাদের আর্থ অবজারভেশন-০২ ও আজাদিস্যাট কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশের উদ্দেশে রওনা দেয়। কিন্তু রকেটটি শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। ফলে রকেটটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এ ঘটনার পর ইসরো বেশ কয়েকটি টুইট করেছে। সেখানে তারা লিখেছে, সমস্যা চিহ্নিত করা হয়েছে। একটি সেন্সর ব্যর্থ হওয়ার পর প্রথমে সেটি চিহ্নিত করা যায়নি। পরে সেটি উদ্ধার করতে গিয়ে বিচ্যুতি ঘটেছে। একটি কমিটি এ ঘটনা বিশ্লেষণ করে কিছু সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করে শিগগিরই এসএসএলভি-ডি২ নিয়ে আসবে ইসরো।

ভারতের সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে মহাকাশবিষয়ক মৌলিক জ্ঞান বিস্তারে কাজ করে স্পেস কিডস ইন্ডিয়া নামের একটি সংগঠন। এই সংগঠনের ৭৫০ শিক্ষার্থী আর্থ অবজারভেশন-০২ ও আজাদিস্যাট কৃত্রিম উপগ্রহের নকশা করেছিল।

তেলেঙ্গানার একটি স্কুলের শিক্ষার্থী শ্রেয়া। সে এই প্রকল্পে কাজ করেছিল। শ্রেয়া বলে, ‘আমাদের স্কুল থেকে তিনটি দল এসএসএলভি উৎক্ষেপণে অংশ নিয়েছিলাম। দলে সুযোগ পাওয়ায় আমি খুবই খুশি। উপগ্রহটি তৈরি করতে আমরা নিরলস পরিশ্রম করেছিলাম।’