পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় অনুদান বাড়ালেন মমতা
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২১ অক্টোবর শুরু হবে। সেই দুর্গোৎসব সামনে রেখে পূজার জন্য অনুদান ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের চেয়ে এবার মণ্ডপগুলো ১০ হাজার রুপি বেশি পাচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ডাকা হয়েছিল এই রাজ্যের বিভিন্ন পূজা কমিটির সদস্যদের। আর সেখানেই মমতা ঘোষণা দেন, যথাযথ মর্যাদায় এবারও কলকাতাসহ এই রাজ্যে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। পূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, এ ব্যাপারে মমতা নানা পরামর্শ দিয়েছেন। বলেছেন, এবার বিভিন্ন পূজা কমিটিকে ৭০ হাজার রুপি করে আর্থিক অনুদান দেওয়া হবে। তিনি এ কথাও বলেছেন, তিনিই পূজা কমিটিকে আর্থিক সহায়তার কথা প্রথম ঘোষণা করেন।
প্রথম এই অনুদানের পরিমাণ ছিল ২৫ হাজার রুপি। তারপর বেড়ে হয় ৫০ হাজার। গত বছর করা হয় ৬০ হাজার। এবার তা ১০ হাজার রুপি বাড়ল।
মমতা আরও ঘোষণা দেন, এবারও গত কয়েক বছরের মতো পূজা কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। আগামী ২৭ অক্টোবর এই কার্নিভ্যাল হবে প্রতিবছরের মতো কলকাতার রেড রোডে। গত বছর এই কার্নিভ্যালে যোগ দিয়েছিল কলকাতাসহ এই রাজ্যের ৯৪টি সেরা পূজামণ্ডপ। সর্বশেষ কার্নিভ্যাল হয়েছিল ২০১৯ সালে। করোনার কারণে পরপর দুই বছর এটি অনুষ্ঠিত হয়নি।
২০২১ সালের ডিসেম্বরে ইউনেসকো কলকাতার এই দুর্গোৎসবকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঠাঁই দিয়েছিল।
আজ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, এই রাজ্যে ৪০ হাজার দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে শুধু কলকাতায় হয় ৩ হাজার।