ভারতে টুইটারের দুই অফিস বন্ধের কারণ কী

ইলন মাস্ক
রয়টার্স

বিশ্বজুড়ে মন্দার ছাপ পড়েছে ছোট বড় বহু কোম্পানির ওপরেই। তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো শুরু করেছে কর্মী ছাঁটাই। কেউ কেউ বিশ্বের বিভিন্ন দেশে থাকা তাদের অফিস বন্ধ করছে বা কর্মী কমিয়ে ফেলছে। ভারতে টুইটারের দুই কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার কর্মীদের বলা হয়েছে, হোম অফিস (বাড়ি থেকে কাজ) করতে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ২০২২ সালের কর্মী ছাঁটাইয়ের পরে টুইটারের প্রধান ইলন মাস্ক বিশ্বের অনেকে দেশের অফিস বন্ধ করে দিয়েছেন। সানফ্রান্সিসকো ও লন্ডনের অফিসের ভাড়া দিতে পারছেন না মাস্ক। এবার ভারতের তিনটি অফিসের মধ্য দুটো (দিল্লি ও মুম্বাই) বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু ভারতের কর্ণাটক রাজ্যর রাজধানী বেঙ্গালুরুর অফিস চালু থাকবে। খরচে মেটাতে না পেরে অফিস বন্ধের পথে হাঁটতে হচ্ছে টুইটারকে।

ইলন মাস্ক চাচ্ছেন, যেভাবেই হোক টুইটার পরিচালনার খরচ কমাতে হবে। তারই অংশ হিসেবে ভারতের দুই কার্যালয় বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে হোম অফিস চালু থাকবে।

গত বছর টুইটারের ভারতীয় কার্যালয়গুলো তাদের ৯০ শতাংশ কর্মীকেই ছাঁটাই করেছে। এবার মুম্বাই ও নয়াদিল্লির অফিস বন্ধ করে দেওয়া হলো।

মাস্ক দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই টুইটারে শুরু হয় ছাঁটাই। টুইটারের তৎকালীন সিইও পরাগ আগরওয়ালকে বরখাস্ত করা হয়। নানা কারণে ইতিমধ্যেই বহু বিজ্ঞাপনদাতা হারিয়েছে টুইটার। খরচ মেটাতে নিলামে তুলতে হয়েছে সানফ্রান্সিসকো সদর দপ্তরের একাধিক আসবাবপত্র, কফি মেশিনও। সংস্থার লোগো স্থাপত্যটি বিক্রি করতে হয়েছে। এরপরও সংস্থার সদর দপ্তরের ভাড়া দিতে পারছেন না তিনি।