খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে ভাং চাইলেন তিনি

উৎসবের মৌসুম চলছে ভারতে। এসব উৎসবে নানান মানুষ নানান কিছু করে থাকেন। পুলিশও এ নিয়ে প্রচার চালায়। সম্প্রতি এমন এক প্রচার দেখা গেল ভারতের দিল্লিতে। 

বিষয়টি খোলাসা করা যাক। ভারতের অন্যতম খাবার সরবরাহ প্রতিষ্ঠান জোমাটো। এই প্রতিষ্ঠানের কাছ থেকে ভাং চেয়েছিলেন শুভাম নামের এক ব্যক্তি। একবার কিংবা দুবার নয়। ১৪ বার প্রতিষ্ঠানটির কাছ থেকে শুভাম জানতে চেয়েছেন, তারা ভাং সরবরাহ করতে পারবে কি না। এরপর জোমাটোর পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। এই টুইটে তারা লিখেছে, ‘কেউ একজন উত্তর ভারতের হরিয়ানা প্রদেশের গুরগাঁওয়ের শুভামকে জানিয়ে দিন, আমরা ভাং সরবরাহ করি না। এই নেশাজাত পদার্থ পাওয়া যায় কি না, তা ১৪ বার জোমাটোর কাছ থেকে জানতে চেয়েছেন তিনি।’

মূলত এর মধ্য দিয়ে জোমাটো নিজেদের একটি ইতিবাচক প্রচার চালিয়েছে। আর এই সুযোগটা নিয়েছে দিল্লি পুলিশ। তারা নিজেদের প্রচার চালিয়েছে। দিল্লি পুলিশ এ নিয়ে টুইট বার্তায় লিখেছে, কারও যদি শুভামের সঙ্গে দেখা হয়, তবে তাঁকে জানিয়ে দেবেন, ভাং পানের পর তিনি যেন গাড়ি না চালান। 

ভাং নিয়ে জোমাটো ও দিল্লি পুলিশের ওই টুইট ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে। অনেকে এ নিয়ে মজা করেছেন। অনেকে খানিকটা বিরক্তও হয়েছেন। একজন মজা করে লিখেছেন, ‘হ্যালো জোমাটো, আমি দিল্লিতে থাকি, গুরগাঁওয়ে নয়। এর থেকে বড় কথা হলো, এবার হোলিতে আমার জন্মদিন। অনুগ্রহ করে বিষয়টা বোঝার চেষ্টা করুন।’

আবার দিল্লি পুলিশের টুইট নিয়ে মজা করেছেন অনেকে। কারণ, কেউ অ্যালকোহল পান করলে তা পুলিশ চিহ্নিত করতে পারে। কিন্তু কেউ ভাং সেবন করেছেন কি না, তা পুলিশের পরীক্ষায় ধরা পড়ে না। এ নিয়ে একজন লিখেছেন, পুলিশ যে অ্যালকোহল সেন্সর ব্যবহার করে, তাতে ভাং ধরা পড়ে না।