মূলত এর মধ্য দিয়ে জোমাটো নিজেদের একটি ইতিবাচক প্রচার চালিয়েছে। আর এই সুযোগটা নিয়েছে দিল্লি পুলিশ। তারা নিজেদের প্রচার চালিয়েছে। দিল্লি পুলিশ এ নিয়ে টুইট বার্তায় লিখেছে, কারও যদি শুভামের সঙ্গে দেখা হয়, তবে তাঁকে জানিয়ে দেবেন, ভাং পানের পর তিনি যেন গাড়ি না চালান।
ভাং নিয়ে জোমাটো ও দিল্লি পুলিশের ওই টুইট ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলেছে। অনেকে এ নিয়ে মজা করেছেন। অনেকে খানিকটা বিরক্তও হয়েছেন। একজন মজা করে লিখেছেন, ‘হ্যালো জোমাটো, আমি দিল্লিতে থাকি, গুরগাঁওয়ে নয়। এর থেকে বড় কথা হলো, এবার হোলিতে আমার জন্মদিন। অনুগ্রহ করে বিষয়টা বোঝার চেষ্টা করুন।’
আবার দিল্লি পুলিশের টুইট নিয়ে মজা করেছেন অনেকে। কারণ, কেউ অ্যালকোহল পান করলে তা পুলিশ চিহ্নিত করতে পারে। কিন্তু কেউ ভাং সেবন করেছেন কি না, তা পুলিশের পরীক্ষায় ধরা পড়ে না। এ নিয়ে একজন লিখেছেন, পুলিশ যে অ্যালকোহল সেন্সর ব্যবহার করে, তাতে ভাং ধরা পড়ে না।