২১ আগস্টের গ্রেনেড হামলা: কলকাতা প্রেসক্লাবে স্মরণসভা  

২১ আগস্টের ভয়াবহ বোমা হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আজ রোববার কলকাতা প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন
ছবি: ভাস্কর মুখার্জি

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনায় আজ রোববার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এই স্মরণসভার প্রধান আলোচক ছিলেন রাজশাহী করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আলোচনায় অংশ নেন বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য আরমা দত্ত, কলকাতার প্রবীণ সাংবাদিক দিলীপ চক্রবর্তী, কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ সুর, সৌম্যব্রত দাস প্রমুখ। কলকাতা প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করে ‘বাংলা ওয়ার্ল্ড ওয়াইড’।

আলোচনা শুরুর আগে কলকাতা প্রেসক্লাবের বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আলোচনা সভার প্রধান বক্তা রাজশাহীর মেয়র খায়রুজ্জামান বলেন, সেই গ্রেনেড হামলার ১৮টি বছর অতিবাহিত হলেও সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও মুছে যায়নি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে। আজও বাংলাদেশের মানুষ স্মরণ করে সেই দিনের শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলার কথা।

খায়রুজ্জামান বলেন, ‘সেই গ্রেনেড হামলায় দায়ী ও মাস্টারমাইন্ড আজ পালিয়ে বিদেশে রয়েছেন। এটা দুঃখের কথা। আমরা চাই, সেদিনের সেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’