ভোটের এই ফলাফল প্রত্যাশিত ছিল না: রাজস্থান বিজেপি প্রধান

রাজস্থান বিজেপির সভাপতি সি পি যোশিফাইল ছবি: এএনআই

ভারতের লোকসভা নির্বাচনের যে ফলাফল এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, তাতে এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই ফলাফল প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিজেপির রাজস্থান রাজ্যের প্রধান সি পি যোশি। তিনি বলেছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও ক্ষমতায় আসবে। তবে এবারের এই ফলাফল তাঁদের কাছে প্রত্যাশিত ছিল না।

আজ মঙ্গলবার রাজস্থানের প্রাদেশিক রাজধানী জয়পুরে সাংবাদিকদের এসব কথা বলেন সি পি যোশি। তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে আমরা যে ধরনের ফলাফল প্রত্যাশা করেছিলাম, তা হয়নি। তবে আমরা এখনো চূড়ান্ত ফল পাওয়ার অপেক্ষায় আছি। যত দূর পর্যন্ত ভোট গণনা হয়েছে, তাতে এটা স্পষ্ট, এনডিএ জোট আবারও কেন্দ্রে সরকার গঠন করছে।’

রাজস্থান বিজেপি প্রধান সি পি যোশি আরও বলেন, নির্বাচনের সময় অপ্রাসঙ্গিক বিষয় তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা। কিন্তু এনডিএ জনসমর্থন, জনগণের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছে।

রাজস্থান রাজ্যে লোকসভার আসন আছে ২৫টি। সেখানে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত বিজেপি ১৪ আর কংগ্রেস ৮ আসনে এগিয়ে রয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের সব কটি আসনে জিতেছিল বিজেপি।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয় স্থানীয় সময় আজ সকাল ৮টায়। সর্বশেষ পাওয়া ফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৫ আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে আছে ২৩০ আসনে। কেন্দ্র সরকার গঠনের জন্য লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৭২টিতে জয়ী হতে হবে।